বাংলা

দেহঘড়ি পর্ব-০৩৬

CMGPublished: 2023-09-17 16:47:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সোরিয়াসিসের ভেষজ ওষুধ ও আকুপাংচার চিকিৎসার লক্ষ্য থাকে শরীরে তাপ দূর করা, রক্ত শীতল করা এবং রক্ত সঞ্চালন উন্নত করা। পাশাপাশি প্রদাহ কমাতে এবং শুষ্কতা ও চুলকানি প্রশমিত করতে সহায়তা করে ভেষজ।

#চিকিৎসার_খোঁজ

১৩৫ বছরের পুরনো ইয়ি চিশান হাসপাতাল

ইয়ি চিশান হাসপাতাল চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশের উহু শহরে অবস্থিত একটি জেনারেল হাসপাতাল। ওয়ান্নান মেডিকেল কলেজের প্রথম অধিভুক্ত হাসপাতাল নামেও পরিচিত এটি। ১৮৮৮ সালে প্রতিষ্ঠার পর গত ১৩৫ বছর ধরে অসাধারণ চিকিৎসাসেবা দিয়ে আসছে চীনের সর্বোচ্চ স্তরের হাসপাতালগুলোর প্রথম ব্যাচের এই চিকিৎসাপ্রতিষ্ঠানটি। ‘একটি জাতীয় শিশু-বান্ধব হাসপাতাল’, ‘জনগণের আস্থার শত শীর্ষ হাসপাতালের একটি’, ‘চিকিৎসা পরিষেবার উন্নতি প্রদর্শনকারী একটি জাতীয় হাসপাতাল’, ‘একটি জাতীয় মানবিক হাসপাতাল’ এবং আনহুই প্রদেশের ‘একটি সভ্য প্রতিষ্ঠান’ হিসাবে খ্যাতি পেয়েছে এই হাসপাতালটি। চিকিৎসা, চিকিৎসাশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, রোগ প্রতিরোধ ও পুনর্বাসন এবং প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে আনহুই প্রদেশের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে ইয়ি চিশান হাসপাতাল। দীর্ঘ পথ পরিক্রমায় অনেকবার নাম বদল হয়েছে এটির। কিছুদিন আগ পর্যন্ত এর নাম ছিল উহু জেনারেল হাসপাতাল।

৩ হাজার ১৪৭ শয্যার হাসপাতালটি ২৯৭ একর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। এখানে রয়েছে ৩০টি কার্যকরী বিভাগ, ৬৭টি ক্লিনিক্যাল চিকিৎসা প্রযুক্তি বিভাগ এবং ৩৬টি শিক্ষা ও গবেষণা বিভাগ রয়েছে। এসেনিসিয়াল সায়েন্স ইন্ডিকেটর বা ইএসআই গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১ শতাংশ হাসপাতালগুলোর মধ্যে একটি ইয়ি চিশান হাসপাতাল।

সুদীর্ঘ কার্যক্রম পরিচালনাকালে বেশ কয়েকজন বিখ্যাত চীনা চিকিৎসাবিজ্ঞানী এই হাসপাতালে কাজ করেছেন। তাদের মধ্যে অন্যতম শান খ্যফেই, ছান ছুইচ্যন, উয়ু শাওছিং, লিউ রুইহেং এবং ইয়িন ইউচাং। এছাড়া এ হাসপাতাল থেকে বেরিয়েছেন অসংখ্য খ্যাতিমান চিকিৎসক ও শিক্ষক, যাদের মধ্যে আছেন ‘মাস্টার অব ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন’ এবং চাইনিজ বিজ্ঞান একাডেমির চিকিৎসাবিজ্ঞানের প্রথম সদস্য অধ্যাপক লি চিরেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্কিস্টোসোমিয়াসিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিভাগের প্রাক্তন সদস্য অধ্যাপক চাই ছিংচুন, চীনের আধুনিক নিউরোসাইকিয়াট্রির প্রতিষ্ঠাতা লিউ ইয়ি ত্য, বিখ্যাত ভেষজবিদ অধ্যাপক শাং চিচুন, এবং ফার্মাকোলজির প্রতিষ্ঠাতা অধ্যাপক সুন রুই ইউয়ান।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn