দেহঘড়ি পর্ব-০৩৫
#ভেষজের গুণ
ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে পিপুল
পিপুল এক ধরনের মরিচ। এক প্রকার লতায় এ মরিচ জন্মায়। সাধারণত শুকিয়ে মশলা হিসাবে এটি ব্যবহৃত হয়। এর ইংরেজি নাম লং পিপার এবং বৈজ্ঞানিক নাম পিপার লংগাম। এ মরিচের মধ্যে মার্কিন বিজ্ঞানীরা পিপারলংগুমাইন নামের এক ধরনের ক্যান্সার-প্রতিরোধী রাসায়নিক আবিষ্কার করেছেন।
গবেষকরা দেখতে পেয়েছেন, পিপারলংগুমাইন প্রোস্টেট, স্তন, ফুসফুস, কোলন, লিম্ফোমা, লিউকেমিয়া, প্রাথমিক মস্তিষ্কের টিউমার এবং গ্যাস্ট্রিক ক্যান্সারসহ অনেক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। এক্স-রে ক্রিস্টালোগ্রাফি ব্যবহার করে গবেষকরা এমন আণবিক কাঠামো তৈরি করতে সক্ষম হন, যার মাধ্যমে দেখা যায় খাওয়ার পর কীভাবে এ রাসায়নিক এইচপিএল-এ রূপান্তরিত হয়। এইচপিএল একটি সক্রিয় ওষুধ যা টিউমারের জন্য দায়ী জিএসটিপি-১ নামক একটি জিনকে নিষ্ক্রিয় করে দেয়।
ক্যান্সারের পাশাপাশি ক্ষুধা ও হজমশক্তি বৃদ্ধিতে এবং পেটব্যথা, বুক ব্যথা, বদহজম, গ্যাষ্ট্রিক, ডায়েরিয়া ও কলেরা নিরাময়ে ভাল কাজ করে পিপুল। এছাড়া হাঁপানি, ব্রঙ্কাইটিস ও কাশিসহ ফুসফুসের সমস্যা দূর করতেও এটি ব্যবহৃত হয়। অন্য যেসব রোগ ও শারীরিক সমস্যার ক্ষেত্রে পিপুল ব্যবহার করা হয়, সেগুলো হলো মাথাব্যথা, দাঁতের ব্যথা, বেরিবেরি, কোমা, মৃগীরোগ, জ্বর, স্ট্রোক, অনিদ্রা, কুষ্ঠ, চরম ক্লান্তি, প্লীহা বৃদ্ধি, পেশী ব্যথা, নাক দিয়ে রক্তপাত, পক্ষাঘাত, সোরিয়াসিস, কৃমি, সাপের কামড়, টিটেনাস, তৃষ্ণা ও যক্ষ্মা।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।