দেহঘড়ি পর্ব-০৩৫
#চিকিৎসার_খোঁজ
অঙ্গ প্রতিস্থাপনের অন্যতম প্রতিষ্ঠান থিয়ানচিন প্রথম কেন্দ্রীয় হাসপাতাল
থিয়ানচিন প্রথম কেন্দ্রীয় হাসপাতাল চীনের উত্তরাঞ্চলীয় থিয়ানচিন নগরীতে অবস্থিত একটি আধুনিক তৃতীয় স্তরের জেনারেল হাসপাতাল। চিকিৎসার পাশাপাশি চিকিৎসা শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা ক্ষেত্রে উত্তর চীনের একটি অন্যতম প্রতিষ্ঠান এটি। অঙ্গ প্রতিস্থাপন, জরুরি চিকিৎসা এবং মাথা ও ঘাড়ের সার্জারির ক্ষেত্রে বিশেষ নাম রয়েছে এ হাসপাতালটির।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত থিয়ানচিন প্রথম কেন্দ্রীয় হাসপাতালে বর্তমানে সাড়ে ৩ হাজারেরও বেশি স্বাস্থ্য প্রযুক্তিবিদ কাজ করছেন, যাদের মধ্যে ৬ শতাধিক জ্যেষ্ঠ পেশাদার ব্যক্তি। তাদের মধ্যে ২৮০ জনেরও বেশি ডক্টরেট ডিগ্রিধারী, ৮৫০ জনেরও বেশি স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং অন্তত ৩০ জন জাতীয় পর্যায়ের খেতাবজয়ী।
৩ হাজার ২শ’ শয্যার এ হাসপাতালটি দুটি ক্যাম্পাস নিয়ে গঠিত। শুইসি ক্যাম্পাসে শয্যা সংখ্যা ২ হাজার এবং পুনর্বাসন ক্যাম্পাসে ১ হাজার ২শ’। এখানে রয়েছে প্রায় ৫০টি ক্লিনিকাল মেডিকেল টেকনোলজি বিভাগ এবং ৮টি মিউনিসিপ্যাল মান নিয়ন্ত্রণ কেন্দ্র। নানখাই বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত থিয়ানচিন প্রথম কেন্দ্রীয় হাসপাতাল থিয়ানচিন মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিকাল কলেজ এবং থিয়ানচিন টিসিএম বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষণ হাসপাতাল। এটি আবাসিক চিকিৎসকদের জন্য একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্রও।
হাসপাতালটি সক্রিয়ভাবে চীনের স্বাস্থ্যকর্ম-সম্পর্কিত নির্দেশিকা এবং ‘নতুন যুগে স্বাস্থ্যকর চীন’ কৌশল প্রয়োগ করে, মানুষের স্বাস্থ্যকে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে গ্রহণ করার উপর জোর দেয় এবং জীবন বাঁচানো, আহতদের সুস্থ করা, রোগ প্রতিরোধ ও চিকিত্সা এবং মানুষের স্বাস্থ্যের উন্নতির জন্য কাজ করে।