বাংলা

দেহঘড়ি পর্ব-০৩৪

CMGPublished: 2023-09-03 19:00:31
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ব্যায়াম

ব্যায়ামের মাধ্যমে আপনার পিঠ, পেট ও নিতম্বের পেশীর মূল শক্তি বজায় রাখুন। শক্তিশালী পেশী মেরুদণ্ডকে সমর্থন করতে এবং ঘাড়ের ব্যথা প্রতিরোধ করতে পারে।

#চিকিৎসার_খোঁজ

শত বছরের পুরনো চীনের চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অধিভুক্ত হাসপাতাল

চীনের চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ অধিভুক্ত হাসপাতালটি শত বছরের পুরনো একটি জেনারেল হাসপাতাল। উত্তরাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ে অবস্থিত এ হাসপাতালটি মূলত একটি প্রদর্শনী হলের ওপর গড়ে উঠেছে। প্রদর্শনী হলটি স্থাপিত হয়েছিল ১৯০৬ সালে এবং এর ৩ বছর পর ১৯০৯ সালে সেখানে হাসপাতালটি গড়ে তোলা হয়।

এ হাসপাতালটির সঙ্গে জড়িয়ে রয়েছে চীনে জাপানের আগ্রাসনের ইতিহাস। ১৯৩১ সালে চীনের উত্তরপূর্বাঞ্চলে আগ্রাসন চালানোর পর জাপান এ হাসপাতালটি দখল করে নেয় এর নাম দেয় মানছুখুও রেড ক্রস সোসাইটির ফ্যংথিয়ান হাসপাতাল। তবে ১৯৪৫ সালের সেপ্টেম্বরে জাপানের পরাজয়ের পর এটি চীনের নিয়ন্ত্রণে ফিরে আসে। ওই বছরই এটার নামকরণ করা হয় চীনের রেড ক্রস সোসাইটির লিয়াওনিং হাসপাতাল। ১৯৪৯ সালের মার্চে হাসপাতালটিকে চীনের চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়। এ সিদ্ধান্ত হাসপাতালটিকে আমূল পরিবর্তনে সহায়তা করে। জাপানের আগ্রাসন-পরবর্তী সময়ে এটা চিকিৎসা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যুদ্ধাহতদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে দুই হাজার শয্যাবিশিষ্ট চতুর্থ অধিভুক্ত হাসপাতাল একটি বৃহৎ পরিসরের তৃতীয়-পর্যায়ের প্রথম-শ্রেণীর হাসপাতালে পরিণত হয়েছে; গড়ে উঠেছে চিকিৎসা, শিক্ষাদান ও বৈজ্ঞানিক গবেষণার এক সমন্বিত কেন্দ্র হিসাবে। সদর দফতরের চংশান ক্যাম্পাস এবং হেপিং ক্যাম্পাস নিয়ে গঠিত এ হাসপাতালটি ছড়িয়ে রয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn