বাংলা

দেহঘড়ি পর্ব-০৩৩

CMGPublished: 2023-08-27 19:52:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

কোমর ব্যথার চিকিৎসায় ভালো বিকল্প টিসিএম

লোয়ার ব্যাক পেইন বা পিঠের নিচের অংশে ব্যথা একটি ব্যাপকবিস্তৃত স্বাস্থ্য সমস্যা। প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ৮০ শতাংশ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে লোয়ার ব্যাক পেইনের যন্ত্রণায় ভোগেন। কারও কারও ক্ষেত্রে এ সমস্যা একটি দীর্ঘস্থায়ী রোগে রূপ নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব সমস্যা ও রোগ প্রাপ্তবয়স্কদের কর্মে-অক্ষম করে তোলে সেগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্যাক পেইন। এই ব্যথা সত্যিই একটি বোঝার মতো, যা আপনাকে জীবন উপভোগে প্রতিবন্ধকতা তৈরি করে। আপনি যদি লোয়ার ব্যাক পেইন কমানোর উপায় খুঁজে থাকেন, তাহলে চিরাচরিত চীনা চিকিৎসা ব্যবস্থা বা টিসিএম হতে পারে একটি উত্তম বিকল্প।

লোয়ার ব্যাক পেইনের কারণ নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা দেওয়া ডাক্তারদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ অনেক ক্ষেত্রেই এর কারণ স্পষ্টভাবে বোঝা যায় না। ইমেজিং স্ক্যান মেরুদণ্ডের কাঠামোগত ক্ষতির একটি চিত্র পেতে সাহায্য করে বটে, তবে এটি সম্পূর্ণ চিত্র দিতে পারে না। ব্যথা শুধুমাত্র শরীরের গঠনগত কারণে হয় না। এটা রাসায়নিক, মানসিক, আচরণগত বা সমাজতাত্ত্বিক কারণেও হতে পারে। এগুলোর সম্মিলিত কারণেও হতে পারে ব্যাক পেইন।

আমেরিকান কলেজ অব ফিজিশিয়ানস সম্প্রতি লোয়ার ব্যাক পেইন চিকিত্সা-সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে, যাতে এ সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রথমেই ব্যথার ওষুধ না নিয়ে প্রাকৃতিক ও বিকল্প থেরাপি যেমন আকুপাংচার ও ম্যাসেজ চেষ্টা করার পরামর্শ দেওয়া হয়েছে।

1234...全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn