বাংলা

দেহঘড়ি পর্ব-০৩১

CMGPublished: 2023-08-13 10:10:07
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

দ্য ফার্স্ট স্কুল অব ক্লিনিক্যাল মেডিসিন নামে পরিচিত তুংচিমেন হাসপাতাল চীনের শীর্ষ-ধাপের একটি প্রথম-শ্রেণীর টিসিএম জেনারেল হাসপাতাল। এক ছাদের নিচে এখানে গড়ে উঠেছে চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্র।

এ হাসপাতালে কর্মরত উন্নত চিকিৎসা দক্ষতার কারণে দেশে-বিদেশে সমাদৃত জ্যেষ্ঠ টিসিএম চিকিৎসকদের একটি দল, অভিজ্ঞতা ও দক্ষতা-সমৃদ্ধ মাঝবয়সী চিকিৎসকদের একটি দল এবং শক্তিশালী চিকিৎসা পটভূমি ও ভবিষ্যতদর্শী অসামান্য তরুণ চিকিৎসদের একটি দল। টিসিএম’র সাহায্যে চিকিৎসাযোগ্য সব রোগের চিকিৎসা দেওয়া হয় এই হাসপাতালে।

প্রতিষ্ঠার পর থেকে এ হাসপাতালটি বিইউসিএম’র স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিদেশি শিক্ষার্থীদের ক্লিনিকাল প্রশিক্ষণের দায়িত্ব পালন করে আসছে। বিশ্বের অনেক দেশ ও অঞ্চলের জন্য হাজার হাজার চমৎকার টিসিএম চিকিৎসক এবং বহু সংখ্যক অসামান্য টিসিএম পেশাদারদের প্রশিক্ষণ দিয়েছে এই প্রতিষ্ঠান।

ডেঙ্গু মোকাবিলায় কী করবেন?

বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায়, ডেঙ্গুজ্বর মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসাব বলছে, চলতি বছরেই ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে অন্তত ৮০ হাজার মানুষ, যাদের মধ্যে মারা গেছে কমপক্ষে ৩৭৩জন। এত মানুষ আক্রান্ত হওয়া এবং এত প্রাণহানির কারণগুলোর মধ্যে অন্যতম এ রোগ সম্পর্কে বিভিন্ন পর্যায়ে সচেতনতার অভাব। আজকে আমরা জানিয়ে দেবো ডেঙ্গুজ্বর কেন হয়, এর লক্ষণ কী, এ রোগ হলে কী চিকিৎসা নিতে হবে, এবং এটা প্রতিরোধে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে:

ডেঙ্গুজ্বর কেন হয়:

ডেঙ্গুজ্বর এডিস মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ, যার প্রকোপ দেখা যায় গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোতে। এডিস মশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমণের তিন থেকে ১৫ দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। ডেঙ্গুজ্বর থেকে আরোগ্য লাভের জন্য দুই থেকে সাত দিন লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নেয়, যাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়। এমন রূপ নিলে রক্তক্ষরণ হয়, রক্তে অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে। কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দেয়। শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়। এসব ক্ষেত্রে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn