দেহঘড়ি পর্ব-০৩০
কুয়াংচৌ রেড ক্রস হাসপাতালে শিক্ষাদান ও প্রশিক্ষণের মান অসাধারণ। এটি জিনান বিশ্ববিদ্যালয়, শানথৌ বিশ্ববিদ্যালয়, কুয়াংতুং মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কুইচৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য স্নাতকোত্তর পর্যায়ের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে কর্মরত ১৫ জন ডক্টরেট ডিগ্রিধারী সুপারভাইজার এবং ৬৪ জন মাস্টার্স ডিগ্রিধারী সুপারভাইজার।
#ভেষজের গুণ
রক্তপ্রবাহ বাড়ায় সিচুয়ান লাভিজ
বহুবিধ ঔষধি গুণে সমৃদ্ধ সিচুয়ান লাভিজ। চীনা ভাষায় এর নাম ছুয়ানসিয়োং। এটি একটি বহুবর্ষজীবী ভেষজ, যা প্রধানত চীনের ইয়ুন-কুই-ছুয়ান মালভূমিতে জন্মায়। এই উদ্ভিদ দুই ফুট পর্যন্ত উঁচু হয়। সিচুয়ান লাভেজের মুষ্টি-আকৃতির শিকড় ভেষজ ওষুধে ব্যবহৃত হয়।
রক্তের প্রবাহকে উদ্দীপিত করতে চিরাচরিত চীনা ওষুধ বা টিসিএমে সিচুয়ান লাভিজ ব্যবহৃত হয়। হৃদরোগ, মাসিকের সমস্যা, সিস্ট ও রক্ত জমাট বাঁধার চিকিৎসায়ও ব্যবহৃত করা হয় এর শিকড়। একটি ‘উষ্ণতা দানকারী’ ভেষজ হিসাবে বিবেচিত সিচুয়ান লাভিজ শরীরের মূল শক্তি ‘ছি’র ঠান্ডা শক্তি ইয়িনের ঘাটতি দূর করে। এ ভেষজটি পিত্তথলি, লিভার ও পেরিকার্ডিয়ামের উপর প্রভাব ফেলে বলে মনে করা হয়। এই অঙ্গগুলোকে যেহেতু আবেগের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়, তাই আবেগের ভারসাম্য বজায় রাখতেও সিচুয়ান লাভিজ ব্যবহার করা হয়।
সিচুয়ান লাভেজে থাকা যৌগগুলোর মধ্যে রয়েছে অ্যালকালয়েড, ফেনোলিক অ্যাসিড, এসেনসিয়াল তেল ও থলেইট ল্যাকটোন। মনে করা হয়, এই ভেষজে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, নিউরোপ্রোটেকশন, অ্যান্টি-ইনফ্ল্যামেশন, অ্যান্টিফাইব্রোসিস এবং সেরিব্রোভাসকুলার প্রভাব এবং এগুলো নিয়ে বৈজ্ঞানিক গবেষণা চলছে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।