দেহঘড়ি পর্ব-০৩০
চিরাচরিত চীনা চিকিৎসা পদ্ধতি বা টিসিএমে মনে করা হয়, ফুসফুসকে আক্রমণকারী ঠান্ডা, তাপ বা বিষাক্ত পদার্থ, ফুসফুসে জমা কফ এবং ফুসফুসে ঠান্ডা শক্তি ইয়িনের অভাবজনিত কারণে ল্যারিঞ্জাইটিস হয়। তবে অন্যান্য রোগজীবাণুও এর জন্য দায়ী হতে পারে।
ল্যারিঞ্জাইটিসের টিসিএম চিকিৎসা
চিরাচরিত চীনা চিকিৎসা ব্যবস্থায় সাধারণত ভেষজ ওষুধের মাধ্যমে ল্যারিঞ্জাইটিসের চিকিৎসা করা হয়। কোনও কোনও ক্ষেত্রে এ চিকিৎসায় আকুপাংচারও অন্তর্ভূক্ত করা হয়। জানিয়ে দিচ্ছি ল্যারিঞ্জাইটিসের কয়েকটি ভেষজ ফর্মুলেশন সম্পর্কে:
বায়ু থেকে সৃষ্ট ঠান্ডার কারণে যখন ল্যারিঞ্জাইটিস হয়, তখন এর চিকিৎসায় দেওয়া হয় লিউ ওয়েই থাং; বায়ু-তাপজনিত কারণে এ রোগ হলে, সে তাপ দূর করতে দেওয়া হয় ইয়িন ছিয়াও সান; ফুসফুসের কফ-তাপ পরিষ্কার করতে ব্যবহার করা হয় ছিং ফেই থাং; ইয়িনের ঘাটতি দূর করতে এবং ফুসফুস পরিষ্কার করতে দেওয়া হয় ইয়াং ইয়িন ছিং ফেই থাং; এবং কফ তরল করতে মূল শক্তি বা ‘ছি’র চলাচল নির্বিঘ্ন করতে দেওয়া হয় পান সিয়া হৌ ফু থাং।
#চিকিৎসার_খোঁজ
১২০ বছরের পুরনো কুয়াংচৌ রেড ক্রস হাসপাতাল
কুয়াংচৌ রেড ক্রস হাসপাতাল চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতুং প্রদেশের রাজধানী কুয়াংচৌয়ের একটি প্রসিদ্ধ জেনারেল হাসপাতাল। প্রায় ১২০ বছর আগে ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি একটি গ্রেড-এ চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। কুয়াংচৌ জরুরি হাসপাতাল এবং জিনান বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হাসপাতাল নামেও পরিচিত এই হাসপাতালটি। এটি সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান হাসপাতাল, এবং কুইচৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়াংচৌ মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুয়াংতুং ফার্মাসিউটিক্যাল বিশ্ববিদ্যালয় এবং শানথৌ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের প্রশিক্ষণ হাসপাতালও।