দেহঘড়ি পর্ব-০২৮
চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার রুটে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। গবেষণায় দেখা গেছে, এটি শরীর থেকে বিষাক্ত ফ্রি র্যাডিকেল দূর করে শরীরকে বিষমুক্ত করে। ধমনীতে চর্বি ও কোলেস্টরল জমা নিয়ন্ত্রণ করে হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এ ভেষজ। চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার রুট রেসভেরাট্রলের একটি ভাল উৎস, যা প্রদাহ উপশম করে, হৃদযন্ত্র সুস্থ রাখে, রক্তে শর্করার মাত্রা কমায়, অস্থিসন্ধির রোগ প্রতিরোধ করে, এবং কয়েক ধরনের ক্যান্সার ও কিডনি রোগ নির্মূল করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, চাইনিজ ফ্লিস ফ্লাওয়ার আলঝেইমার রোগের ঝুঁকিও কমায়। চুল পড়া রোধ, নতুন চুল গজানো এবং চুল বড় করার টিসিএম ওষুধে চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার রুটের নির্যাস ব্যবহার করা হয় শত শত বছর ধরে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।