দেহঘড়ি পর্ব-০২৮
তবে উচ্চ রক্তচাপের জন্য টিসিএম চিকিৎসার ক্ষেত্রে সব সময় একজন বিশেষজ্ঞ টিসিএম অনুশীলনকারীর শরণাপন্ন হতে হবে। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এ রোগের টিসিএম চিকিৎসা প্রচলিত চিকিৎসার বিকল্প নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার জন্য একটি পরিপূরক পদ্ধতি।
#চিকিৎসার_খোঁজ
৪ প্রদেশের মানুষ সেবা পায় সুচৌ কেন্দ্রীয় হাসপাতালে
সুচৌ কেন্দ্রীয় হাসপাতাল ১৯৫৩ সালে চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে প্রতিষ্ঠিত একটি জেনারেল হাসপাতাল। এটি বর্তমানে হুয়াইহাই অর্থনৈতিক অঞ্চলের একটি তৃতীয়-স্তরের হাসপাতাল। সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামসহ সুবৃহৎ অবকাঠামো, বিস্তৃত পরিসরের সেবা, ইত্যাদি নিয়ে এ হাসপাতালটি ব্যাপক খ্যাতি অর্জন করেছে। এর চিকিৎসাসেবা চিয়াংসু প্রদেরর গণ্ডি ছাড়িয়ে পার্শ্ববর্তী শানতুং, হেনান ও আনহুইয়ে বিস্তৃত হয়েছে এবং এই চারটি প্রদেশের প্রায় ২০টি শহর ও ১৪৭ কাউন্টির মানুষকে সেবা দিচ্ছি হাসপাতালটি।
সুচৌয়ের সরকারি হাসপাতালগুলোর বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়নে ২০১৭ সাল থেকে টানা ৫ বছর এই হাসপাতালটি শহরের একমাত্র সর্বোচ্চ স্তরের জেনারেল হাসপাতাল হিসাবে ‘এক্সিলেন্ট’ পুরস্কার অর্জন করেছে। ২০২১ সালে সর্বোচ্চ স্তরের হাসপাতালগুলোর জাতীয় মূল্যায়নে হাসপাতালটি ‘এ’ গ্রেড অর্জন করে।
সাড়ে ৪ হাজার শয্যার সুচৌ কেন্দ্রীয় হাসপাতালে রয়েছে ৮৬টি ওয়ার্ড, ৩৭টি ক্লিনিকাল বিভাগ এবং ১৫টি চিকিৎসা প্রযুক্তি বিভাগ। এছাড়া এখানে রয়েছে প্রদেশ-পর্যায়ের দুটো গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল মেডিসিন বিভাগ এবং ২২টি ক্লিনিক্যাল স্পেশালিটি। এই হাসপাতালে মোট কর্মীর সংখ্যা প্রায় ৬ হাজার, যাদের মধ্যে ১ হাজারে বেশি জ্যেষ্ঠ পেশাদার উপাধিপ্রাপ্ত এবং ১ হাজার ৫০ জন ডক্টরেট ও মাস্টার্স ডিগ্রীধারী। তাদের মধ্যে আবার ৯জন রাষ্ট্রীয় পরিষদের বিশেষ ভাতাপ্রাপ্ত বিশেষজ্ঞ।