দেহঘড়ি পর্ব-০২৮
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের জন্য বিভিন্ন সুবিধা দিতে পারে টিসিএম। চলুন দেখে নিই কী কী উপকারিতা আছে টিসিএমে।
সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে চিকিৎসা: টিসিএম কোনও রোগের চিকিৎসার জন্য কেবল আক্রান্ত অঙ্গ-প্রত্যঙ্গ বা শরীরের অংশকে বিবেচনা করে না; বিবেচনা করে পুরো শরীরকে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও শুধু উপসর্গের চিকিৎসা না করে এ রোগের মূল কারণগুলোকে খুঁজে বের করে এবং তা মোকাবেলার চেষ্টা করে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি সামগ্রিক স্বাস্থ্য ও সুস্থতার ক্ষেত্রে সাহায্য করে।
স্বতন্ত্র চিকিৎসা: টিসিএম চিকিৎসায় একজন রোগীর অনন্য শারীরিক গঠন, জীবনধারা ও চিকিৎসার ইতিহাস বিশ্লেষণ করে তার জন্য চিকিৎসা প্রটোকল ঠিক করা হয়। এ ধরনের চিকিৎসা প্রটোকল চিকিৎসার ফলাফল উন্নত করতে এবং পার্শ্ব-প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে।
স্বল্প পার্শ্বপ্রতিক্রিয়া: টিসিএম চিকিৎসা সাধারণত কোমল প্রকৃতির, যার জন্য প্রচলিত ওষুধের তুলনায় এ ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া কম দেখা দেয়৷ যেমন ভেষজ ফর্মুলা ও আকুপাংচার সঠিকভাবে ব্যবহার করা হলে, তা একেবারে নিরাপদ এবং শরীর সেটা ভালভাবে গ্রহণ করে৷
দীর্ঘমেয়াদী সুবিধা: টিসিএম চিকিৎসা দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং জটিলতা প্রতিরোধে সাহায্য করতে পারে৷ শরীরের ভারসাম্যহীনতাকে দূর করে টিসিএম চিকিৎসা উচ্চ রক্তচাপের অবনতি রোধ করতে এবং স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করে৷
প্রচলিত চিকিৎসার পরিপূরক: উচ্চ রক্তচাপের চিকিৎসায় প্রচলিত ওষুধ ও চিকিৎসার পাশাপাশি টিসিএম ব্যবহার করা যেতে পারে। এটা প্রচলিত ওষুধের কার্যকারিতা বাড়াতে এবং পার্শ্ব-প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে। একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনার সঙ্গে টিসিএমকে একীভূত করা হলে, তা উচ্চ রক্তচাপ চিকিৎসা ও নিয়ন্ত্রণে আরও ভাল ফল দেয়।