বাংলা

দেহঘড়ি পর্ব-০২৮

CMGPublished: 2023-07-23 20:32:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুচৌ কেন্দ্রীয় হাসপাতালে গড়ে উঠেছে এন্ডোস্কোপি ও স্বল্প আক্রমণাত্মক ওষুধ-সম্পর্কিত ৮টি জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ ঘাঁটি। এগুলো হলো ইউরোলজি বিভাগ, জেনারেল সার্জারি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, প্রসূতি ও গাইনোকোলজি বিভাগ, থোরাসিক সার্জারি বিভাগ, হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ, এবং ইন্টারভেনটেরোলজি বিভাগ। এ হাসপাতালে রয়েছে ৪টি জাতীয় প্রদর্শন কেন্দ্র – ন্যাশনাল চেস্টপেইন সেন্টার, ন্যাশনাল হার্ট ফেইলিউর সেন্টার, ন্যাশনাল অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন সেন্টার এবং ন্যাশনাল অ্যাডভান্সড স্ট্রোক সেন্টার।

সাম্প্রতিক বছরগুলোতে হাসপাতালটি জিয়াংসু প্রদেশের ৩৫টি নতুন প্রযুক্তি প্রবর্তন-সংক্রান্ত পুরস্কার জিতেছে, যার মধ্যে ৯টি ছিল প্রথম পুরস্কার এবং ২৬টি দ্বিতীয় পুরস্কার।

সুচৌ কেন্দ্রীয় হাসপাতালে রয়েছে রাষ্ট্রীয় খাদ্য ও ওষুধ প্রশাসন-স্বীকৃত একটি জাতীয় পর্যায়ের ওষুধ পরীক্ষা কেন্দ্র। যেসব ক্ষেত্রের ওষুধের পরীক্ষা এখানে হয় সেগুলোর মধ্যে রয়েছে কার্ডিওভাসকুলার মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, গাইনোকোলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি ও অনকোলজি মেডিসিন।

#ভেষজের গুণ

এত গুণ ফ্লিস ফ্লাওয়ার রুটের

চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার রুট বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ভেষজ, যা বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা এবং সুস্বাস্থ্য রক্ষায় ব্যবহার করা হয়। চীনা ভাষায় এ ভেষজকে বলা হয় হ্য শোউ উ। চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, যা চীন, মালয়েশিয়া ও জাপানে জন্মায়।

লিভার ও কিডনির কার্যকারিতা বাড়াতে এবং রক্ত পরিষ্কার করতে বিভিন্ন ট্রেডিশনাল ওষুধে ব্যবহৃত হয় চায়নিজ ফ্লিস ফ্লাওয়ার রুট। রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষভাবে কার্যকর এই ভেষজ। এতে থাকা লেকটিন নামক রাসায়নিক উপাদান লিভারের জন্য খুব উপকারী।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn