বাংলা

দেহঘড়ি পর্ব-০২৬

CMGPublished: 2023-07-09 16:05:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

উত্তেজিত অবস্থায় খাবার এড়িয়ে চলুন: আপনি যখন মানসিক চাপের মধ্যে বা উত্তেজিত অবস্থায় থাকেন তখন খাদ্য পরিহার করুন। এমন পরিস্থিতি হলে, একটু অপেক্ষা করুন এবং খাবারের সময়টিকে শান্তিপূর্ণ ও আরামদায়ক করুন।

#চিকিৎসার_খোঁজ

সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অধিভুক্ত হাসপাতাল

সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অধিভুক্ত হাসপাতাল দক্ষিণপূর্ব চীনের একটি বৃহৎ ও শীর্ষ মানের জেনারেল হাসপাতাল। চুহাইতে অবস্থিত এ হাসপাতালটি বিদেশি কনস্যুলেটগুলো মনোনিত আন্তর্জাতিক চিকিৎসা প্রতিষ্ঠান। এখানকার চিকিৎসাসেবার চাহিদা বাড়ার প্রেক্ষাপটে হাসপাতালটিকে সম্প্রসারিত করা হয়েছে এবং এটাকে একটি নতুন পরিবেশবান্ধব, আধুনিক ও আরামদায়ক চিকিৎসাকেন্দ্র হিসাবে তৈরি করা হয়েছে।

যেখানে সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অধিভুক্ত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আগে ছিল চুহাই স্বাস্থ্যকেন্দ্র। ২০০২ সালে এ হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে ২ লাখ ২০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে। ইউরোপীয় স্থাপত্যশৈলীতে তৈরি এ হাসপাতালে রয়েছে একটি বহিরাগত রোগী ভবন, ক্লিনিক ভবন, চিকিৎসা প্রযুক্তি ভবন এবং টিউমার চিকিৎসা কেন্দ্র রয়েছে।

সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের পঞ্চম অধিভুক্ত হাসপাতালের কাজের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা, রোগ প্রতিরোধ, চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা গবেষণা। এখানকার সেবাগুলোর মধ্যে রয়েছে দুর্যোগকালীন ও দুর্যোগ-পরবর্তী চিকিৎসা, হার্ট ফেইলিউর থেরাপি, হৃদরোগের চিকিৎসা, হৃদযন্ত্রের অস্ত্রোপচার, দাঁতের চিকিৎসা ও দন্ত প্রতিস্থাপন, পিত্তথলির অস্ত্রোপচার, ক্যান্সারের চিকিৎসা, সেরিব্রাল ভেসেল রোগের চিকিৎসা, পায়ুপথের অস্ত্রপচার এবং টিউমার সার্জারি।

শিক্ষাদানের জন্য এখানে রয়েছেন কয়েক ডজন ডক্টরেট ও মাস্টার ডিগ্রিধারী শিক্ষক। উন্নতমানের সেবা দেওয়ার জন্য এ হাসপাতালের রয়েছে বেশ কয়েকটি বিদেশি হাসপাতালের সঙ্গে সহযোগিতার সম্পর্ক।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn