বাংলা

দেহঘড়ি পর্ব-০২৪

CMGPublished: 2023-06-25 19:51:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#চিকিৎসার_খোঁজ

দক্ষিণ চীনের সেরা চিকিৎসাসেবা কেন্দ্র দ্বিতীয় সিয়াংইয়া হাসপাতাল

দক্ষিণ চীনের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান দ্বিতীয় সিয়াংইয়া হাসপাতাল। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এ হাসপাতালটি সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির অধিভুক্ত একটি হাসপাতাল, যেখানে রয়েছে সব ধরনের বিভাগ। এটি হুনান প্রদেশের বৃহত্তম ‘ক্লাস-এ’ হাসপাতাল। চীনের ফুতান বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল র‌্যাঙ্কিংয়ে দেখা যায়, সামগ্রিক সক্ষমতায় দ্বিতীয় সিয়াংইয়া হাসপাতালের অবস্থান গোটা চীনের মধ্যে ১৩তম। সাড়ে ৩ হাজার শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে ৪০টি ক্লিনিকাল বিভাগ, ৯টি মেডিকেল ল্যাবরেটরি এবং ১২৭টি ওয়ার্ড এলাকা রয়েছে। এখানে কর্মরত প্রায় ৫ হাজার কর্মচারীর মধ্যে ৭২২ জন টেকনিক্যাল টাইটেলধারী জ্যেষ্ঠ বিশেষজ্ঞ, ‘হাজার ট্যালেন্ট প্রোগ্রাম’ এবং ছাংচিয়াং স্কলারস প্রোগ্রামের ৪ জন পণ্ডিত, ২ জন জাতীয় অসামান্য যুব প্রতিভা, জাতীয় স্বাস্থ্য কমিশনে অসামান্য অবদান রেখেছেন এমন ৭ জন তরুণ বিশেষজ্ঞ, রাষ্ট্রীয় পরিষদ থেকে বিশেষ ভাতাপ্রাপ্ত ৬২ জন বিশেষজ্ঞ এবং ৪২ জন ‘খ্যাতিমান সিয়াংইয়া চিকিৎসক’। এখানকার বিশেষজ্ঞ ও কর্মীরা আন্তর্জাতিক একাডেমিক প্রতিষ্ঠানে ৩৯টি এবং আন্তর্জাতিক একাডেমিক ম্যাগাজিনে ৩০টি পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তারা চীনা মেডিকেল অ্যাসোসিয়েশন ও চীনা মেডিকেল ডক্টর অ্যাসোসিয়েশনের কমিটিতে ৯টি চেয়ারম্যান বা ভাইস-চেয়ারম্যান পদ অলঙ্কৃত করেছেন।

দ্বিতীয় সিয়াংইয়া হাসপাতালে ২৩টি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল বিভাগ রয়েছে, যেগুলোর মধ্যে মনোরোগ, এন্ডোক্রাইনোলজি ও মেটাবলিজম, কার্ডিওভাসকুলার সার্জারি, ডার্মাটোলজি, জেরিয়াট্রিক্স, ক্লিনিকাল ফার্মেসি এবং অঙ্গ প্রতিস্থাপন বিভাগ দেশসেরা। সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটির অধীনে এখানে ২ হাজার ২শ জনের বেশি স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল পর্যায়ের ছাত্র রয়েছেন। ক্লিনিক্যাল মেডিসিনের ৬টি প্রথম-স্তরের ডক্টরাল প্রোগ্রাম এবং ৩১টি সেকেন্ডারি ডক্টরাল প্রোগ্রামের জন্য এখানে রয়েছেন ১১০ জন ডক্টরাল সুপারভাইজার।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn