দেহঘড়ি পর্ব-০২৩
নানথুং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতাল চীনের চিয়াংসু প্রদেশের মধ্যাঞ্চলের প্রধান চিকিৎসাসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১শ বছরেরও বেশি আগে, ১৯১১ সালে। ছিং রাজবংশের শেষভাগে দেশটির তখনকার শীর্ষ পণ্ডিত চাং চিয়ান এটি স্থাপন করেন। ১৯৯৪ সালে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হাসপাতালটিকে একটি ক্লাস এ হাসপাতাল হিসাবে স্বীকৃতি দেয়। এরপর ১৯৯৮ সালে আন্তর্জাতিক জরুরী উদ্ধার কেন্দ্রগুলোর নেটওয়ার্কের আওতাধীন হাসপাতালগুলোর মধ্যে একটি হিসাবে স্বীকৃতি পায় নানথুং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতাল। সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত ২ হাজার ১৬ শয্যাবিশিষ্ট হাসপাতালটি হাওহে নদীর তীরে এক মনোরম পরিবেশ অবস্থিত। দেড় লাখ বর্গকিলোমিটার জায়গাজুড়ে প্রতিষ্ঠিত এই জেনারেল হাসপাতালে রয়েছে ৩৪টি ক্লিনিকাল বিভাগ, ১৭টি চিকিৎসা ও প্রযুক্তিগত বিভাগ এবং ২০টি গবেষণা কক্ষ ও পরীক্ষাগার।
সিমাঙ্গো ইন্সটিটিউশন র্যাংকিয়ে চীনের হাসপাতালগুলোর মধ্যে এটির অবস্থান ৯০তম। নানথুং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হাসপাতালের ইন্টারনাল মেডিসিন ও সার্জারি বিভাগ চিয়াংসু প্রদেশের অতি গুরুত্বপূর্ণ একটি বিভাগ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এখানকার হ্যান্ড সার্জারি বিভাগ প্রদেশের একটি ক্লিনিক্যাল মেডিকেল রিসার্চ সেন্টার হিসাবে কাজ করে। হ্যান্ড সার্জারি বিভাগের পাশাপাশি চক্ষুবিদ্যা ও নিউরোলজি বিভাগগুলো প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা বিভাগ। তাছাড়া হাসপাতালের চক্ষুবিদ্যা, জেনারেল সার্জারি, অর্থোপেডিকস, গ্যাস্ট্রোএন্টারোলজি, হেমাটোপ্যাথোলজি, কার্ডিওভাসকুলার মেডিসিন, নিউরোলজি, ডার্মাটোলজি ও ভেনেরোলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, প্রসূতি ও গাইনোকোলজি, ইমার্জেন্সি, ইমেজিং, নিউরোসার্জারি, কার্ডিওথোরাসিক সার্জারি এবং অঙ্কোলজি বিভাগ প্রদেশ-পর্যায়ের অন্যতম ক্লিনিক্যাল বিভাগ হিসাবে স্বীকৃতি অর্জন করেছে।