বাংলা

দেহঘড়ি পর্ব-০২২

CMGPublished: 2023-06-11 10:06:09
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এবারের জাতীয় চক্ষুসেবা দিবসের একদিন আগে ৫ জুন চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন প্রকাশিত এক শ্বেতপত্রে বলা হয়েছে, চীনে শিশু ও কিশোর-কিশোরীদের সামগ্রিক মায়োপিয়ার হার বর্তমানে ৫৩ দশমিক ৬ শতাংশ। তাদের মধ্যে, ৬ বছর বয়সী শিশুদের মধ্যে এ হার ১৪ দশমিক ৫ শতাংশ, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে ৩৬ শতাংশ, হাই স্কুলের ছাত্রদের মধ্যে ৭১.৬ শতাংশ এবং কলেজ ছাত্রদের জন্য ৮১ শতাংশ।

দৃষ্টি সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের কমপক্ষে ২২ কোটি মানুষ দৃষ্টি প্রতিবন্ধকতা বা অন্ধত্বে ভুগছে, যাদের মধ্যে ১০ কোটি মানুষের অন্ধত্ব প্রতিরোধ করা যেতো।

চীনের সরকার বলছে নীতিনির্ধারক, জনস্বাস্থ্য কর্মী, চক্ষু বিশেষজ্ঞ, প্রাথমিক স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য পেশাদারজীবীদের বাইরে অন্যান্য কর্মীরা যাতে ‘জনস্বাস্থ্য চক্ষুবিদ্যা’ সম্পর্কে আরও ভাল পান, সেজন্য এ বছরের ‘জাতীয় চক্ষু যত্ন দিবসে’ প্রথম ‘জনস্বাস্থ্য চক্ষুবিদ্যা’ বিষয়ে চীনা মনোগ্রাফ প্রকাশিত হয়েছে। মনোগ্রাফটি চিকিৎসক, চক্ষুস্বাস্থ্য খাতের কর্মী, চক্ষুস্বাস্থ্য ব্যবস্থাপনা কর্মী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও পরিসংখ্যানবিদরা প্রণয়ন করেছেন এবং এ কাজে নেতৃত্ব দিয়েছেন চাইনিজ সোসাইটি অব পাবলিক হেলথ অফথালমোলজির প্রেসিডেন্ট অধ্যাপক নিংলি ওয়াং। মনোগ্রাফে বলা হয়েছে, প্রবীণ জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের জীবনধারার পরিবর্তনের প্রেক্ষাপটে চোখের স্বাস্থ্য সমস্যাগুলোকে জাতীয় পর্যায়ে মোকাবেলা করা প্রয়োজন।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

হিট স্ট্রোকের চিকিৎসায় টিসিএম

তীব্র তাপদাহের কারণে অনেকে এই সময় হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। হিট স্ট্রোক হলো তাপ-জনিত অসুস্থতার সবচেয়ে গুরুতর রূপ। হিট স্টোক হলে শরীরের তাপমাত্রা দ্রুত বাড়ে, কিন্তু ঘামের প্রক্রিয়াটি কাজ করে না বলে শরীর ঠান্ডা হতে পারে না। দেহের তাপমাত্রা যদি ৪১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয় এবং আপনি সময়মতো চিকিৎসা না পান, তাহলে এর পরিণতি হতে পারে মৃত্যু বা স্থায়ী অক্ষমতা।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn