দেহঘড়ি পর্ব-০১৫
এ হাসপাতালের গবেষণা সুবিধা এবং অন্যান্য অবস্থার উন্নতি হচ্ছে প্রতিনিয়ত। এখানে প্রতিষ্ঠিত হয়েছে ৫টি একাডেমিশিয়ান ওয়ার্কস্টেশন, ৩টি পোস্ট-ডক্টরাল গবেষণা কেন্দ্র, ১টি জাতীয় পর্যায়ের প্রকৌশল পরীক্ষাগার, ১টি জাতীয়ভাবে পরিচালিত প্রকৌশল পরীক্ষাগার, জাতীয় স্বাস্থ্য কমিশনের ১টি গুরুত্বপূর্ণ গবেষণাগার, জাতীয় ক্লিনিক্যাল মেডিসিন গবেষণা কেন্দ্রের ১০টি উপকেন্দ্র এবং প্রাদেশিক পর্যায়ের ১০টি গুরুত্বপূর্ণ গবেষণাগার, ৪টি ক্লিনিক্যাল মেডিসিন গবেষণা কেন্দ্র, ১০টি প্রযুক্তি গবেষণা কেন্দ্র, ৩১টি প্রকৌশল গবেষণাগার ও গবেষণা কেন্দ্র ইত্যাদি।
#ভেষজের গুণ
হানিসাকল ফুল
সার্বিক সুস্থতার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যা হলো চীনা ভেষজবিদ্যা। এই বিদ্যা এবং সারা বিশ্বের অন্যান্য চিকিৎসাবিদ্যা মানবদেহকে নিরাময় ও শক্তিশালী করতে উদ্ভিদের শক্তিকে কাজে লাগিয়েছে এবং অবিরতভাবে লাগিয়ে যাচ্ছে। আজ আমরা আলোচনা করবো ভেষজবিদ্যার অন্যতম একটি ভেষজ হানিসাকল ফুল নিয়ে।
হানিসাকল একটি দৃষ্টিনন্দন ফুলের উদ্ভিদ। পূর্ব এশিয়া জুড়ে ব্যাপকভাবে জন্মায় এই ফুলগাছ। এ ফুলে রয়েছে একটি আনন্দদায়ক উষ্ণ, মিষ্টি ঘ্রাণ, যা কখনও কখনও অ্যারোমাথেরাপি চিকিত্সায় ব্যবহার করা হয়। তবে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থায় এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর প্রদাহবিরোধী, ব্যাকটেরিয়া ও ভাইরালবিরোধী প্রভাবসহ রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষমতা।
জ্বর, গলা ব্যথা ও ত্বকের ফুসকুড়ির মতো কিছু রোগের বিরুদ্ধে লড়াই করতে শরীরকে সাহায্য করে হানিসাকল ফুল। চীনা ভাষায় এ ফুলকে বলা হয় চিন ইয়িন হুয়া। এই অনন্য চীনা ভেষজটি পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে, যার ফলে একজন রোগী ভালভাবে ও দ্রুত সুস্থ হয়ে উঠতে এবং নিয়মিত রুটিনে ফিরে যেতে পারেন।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।