বাংলা

দেহঘড়ি পর্ব-০১৫

CMGPublished: 2023-04-23 16:37:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#চিকিৎসার_খোঁজ

চেংচৌ বিশ্ববিদ্যালয়-অধিভুক্ত প্রথম হাসপাতাল

চেংচৌ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম হাসপাতাল হলো ওই বিশ্ববিদ্যালয়ের অধীন একটি সরকারি হাসপাতাল। সাত হাজারেরও বেশি শয্যার এ হাসপাতালের বার্ষিক আয় সাড়ে ৭শ কোটি ইউয়ান। হাসপাতালটি নিজেকে ‘বিশ্বের বৃহত্তম হাসপাতাল’ বলে মনে করে। এ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি ১৯২৮ সালে মধ্য চীনের হেনান প্রদেশের তৎকালীন রাজধানী খাইফেংয়ে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৫৮ সালে এটি বর্তমান রাজধানী চেংচৌতে স্থানান্তরিত হয়। ২০১৭ সালে এর ক্লিনিক্যাল মেডিসিন বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং প্রথম-শ্রেণীর বিভাগগুলোর জাতীয় তালিকায় স্থান পায়।

চেংচৌ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম হাসপাতাল বর্তমানে চীনের বৃহত্তম প্রথম গ্রেডের হাসপাতাল, যেখানে রয়েছে চিকিৎসা, শিক্ষা, গবেষণা, রোগ প্রতিরোধ সেবা ও অন্যান্য স্বাস্থ্যসেবার যাবতীয় ব্যবস্থা। এটি চিকিৎসা সেবার সক্ষমতা, বৈজ্ঞানিক গবেষণা এবং আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতার ক্ষেত্রে চীনের উচ্চ মানের প্রতিনিধিত্ব করে। বিভিন্ন সময় এটি যেসব খেতাব অর্জন করেছে সেগুলোর মধ্যে রয়েছে ‘জাতীয় সভ্য ইউনিট’, ‘চীনের ১শ সেরা হাসপাতালের একটি’, ‘জাতীয় পর্যায়ের অসামান্য অবদান রাখা স্বাস্থ্যপ্রতিষ্ঠান’ এবং ‘উচ্চমানের নার্সিং সেবার জন্য শীর্ষ জাতীয় হাসপাতাল’। ফুদান বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে এটি চীনের ১৯তম শীর্ষ হাসপাতাল।

বর্তমানে চেংচৌ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম হাসপাতালের চারটি শাখা রয়েছে। সেগুলো হলো হেয়ি শাখা, চাংতুং স্বতন্ত্র শাখা, হুইচি (উত্তর) শাখা এবং বিমানবন্দর অঞ্চল (দক্ষিণ) শাখা।

হেনান প্রদেশের জ্যেষ্ঠ স্বাস্থ্য পেশাজীবীদের শিক্ষাদানের জন্য হাসপাতালটি ওই অঞ্চলের বৃহত্তম প্রতিষ্ঠান। এর শিক্ষা-অবকাঠামো তিনটি স্কুল ও কলেজ নিয়ে গঠিত। এগুলো হলো কলেজ অব ক্লিনিক্যাল মেডিসিন, স্কুল অব মেডিকেল এক্সামিনেশন এবং স্কুল অব স্টোমাটোলজি। ডিগ্রী পর্যায়ের শিক্ষার জন্য এটি চেংচৌ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্লিনিকাল মেডিসিন, মেডিকেল পরীক্ষা, রোগ প্রতিরোধমূলক ওষুধ, স্টোমাটোলজি এবং মেডিকেল ইমেজিংয শেখায়। এখানকার শিক্ষকদের মধ্যে রয়েছেন প্রায় ১শ’ ডক্টরেট ডিগ্রিধারী এবং ৫৪৪ জন মাস্টার্স ডিগ্রিধারী। সব মিলিয়ে, হাসপাতালটি বছরে ৫ শতাধিক স্নাতকোত্তর শিক্ষার্থী, ২ শতাধিক আন্তর্জাতিক শিক্ষার্থী এবং হেনান এবং অন্যান্য প্রদেশের প্রায় ২ হাজার প্রশিক্ষণার্থীকে শিক্ষা দেয়।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn