বাংলা

দেহঘড়ি পর্ব-০১৫

CMGPublished: 2023-04-23 16:37:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং টিসিএম ভেষজের উপকারিতা নিয়ে আলোচনা ‘ভেষজের গুণ’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

প্রজনন ক্ষমতা বাড়াতে টিসিএম

ফার্টিলিটি হলো প্রজনন ক্ষমতা। অনেকে প্রজনন সমস্যা বা বন্ধ্যাত্বে ভোগেন। এ সমস্যা সমাধানে সবচেয়ে উপযুক্ত ভেষজ কী, তা ঠিক করা অনেক সময় কঠিন হতে পারে। মানুষ প্রায়শই ব্যয়বহুল বিকল্প গ্রহণ করে, যা সমস্যা সমাধানে সহায়ক হতে পারে, আবার নাও হতে পারে। চীনা ভেষজ ব্যবস্থা বিদ্যমান সবচেয়ে কার্যকর ভেষজ ব্যবস্থাগুলোর একটি। চীনা ভেষজগুলো কদাচিৎ একক ভেষজ হিসাবে গ্রহণ করা হয়, বরং রোগীর পুরো শরীরের স্বাস্থ্য বিবেচনায় নিয়ে একটি সুষম ফর্মুলেশন প্রস্তুত করা হয়। এক বিশ্লেষণে দেখা গেছে, চীনা ভেষজ যথাযথভাবে ব্যবহার করা সম্ভব হলে, চার মাসের মধ্যে প্রজনন সক্ষমতা দ্বিগুণ বাড়ে। তবে কোনও একটি নির্দিষ্ট ভেষজ নেই, যা সবার জন্য কাজ করবে। সঠিক ভেষজ নির্বাচনে টিসিএম চিকিৎসকের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তারা রোগীর শারীরিক অবস্থা ও লক্ষণ ভেদে আলাদা আলাদা ভেষজ নির্বাচন করে দেন। আজ আমরা আলোচনা করবো এমন কতগুলো ভেষজ নিয়ে, যেগুলো সাধারণত প্রজনন ক্ষমতা বাড়াতে ব্যবহার করা হয়।

ভার্টেক্স বা চেইস্ট বেরি

মাসিক ঋতুচক্রে ভারসাম্য আনা এবং ঋতুপূর্ববর্তী সিনড্রোম বা পিএমএস নিয়ন্ত্রণে একটি জনপ্রিয় ভেষজ ভার্টেক্স বা চেইস্ট বেরি। এটি মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থিতে কাজ করার মাধ্যমে লুটিনাইজিং হরমোন বাড়ায় এবং ডিম্বস্ফোটন ক্ষমতাকে শক্তিশালী করে। এ ভেষজ ডিম্বস্ফোটন ও প্রোজেস্টেরন উৎপাদনে সহায়তা করে। এছাড়া এটি উচ্চ প্রোল্যাক্টিন হ্রাস করে এবং তার মধ্য দিয়ে হরমোনের ভারসাম্য আনে এবং ডিম্বাশয়ের কার্যকারিতা উন্নত করে।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn