বাংলা

দেহঘড়ি পর্ব-০১৫

CMGPublished: 2023-04-23 16:37:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মাকা বা পেরুর জিনসেং

প্রজনন ও যৌন ক্ষমতা বৃদ্ধিকারী ঔষধি হিসেবে হাজার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে মাকা, যেটিকে পেরুর জিনসেংও বলা হয়। এটি পাওয়া যায় আন্দিজ পার্বত্য অঞ্চলে। মাকা দেখতে অনেকটা শালগমের মতো। এটি একটি অ্যাডাপ্টোজেন হিসাবে কাজ করে এবং এর মধ্য দিয়ে মানসিক চাপ মোকাবেলায় সহায়তা করে। এটি পুরুষ ও মহিলা উভয়ের শরীরে অ্যান্ড্রোজেনকেও প্রভাবিত করে।

দারুচিনি

দারুচিনির মতো সাধারণ জিনিসও কিছু পুরুষ ও নারীর প্রজননক্ষমতা উন্নত করতে পারে। টিসিএমে মনে করা হয়, শরীরে অভ্যন্তরীণ উষ্ণতা এবং মূল শক্তি বা ‘ইয়াং’ বাড়ানোর জন্য দারুচিনি ভীষণ কার্যকরী। উচ্চ প্রজননক্ষমতার জন্য ভারসাম্যপূর্ণ ‘ইয়াং’ শক্তি থাকা দরকার। বিভিন্ন গবেষণায় প্রমাণ মিলেছে, পুরুষদের শুক্রাণু উৎপাদন ও এর মানের উপর ইতিবাচক প্রভাব ফেলে দারুচিনি। গবেষণায় আরও প্রমাণিত হয়েছে, দারুচিনি রক্তে শর্করার মধ্যে ভারসাম্য আনে এবং ইনসুলিন প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। এর মধ্য দিয়ে দারুচিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত নারীদের সমস্যা সমাধানে সহায়তা করে।

ট্রিবুলাস টেরেসট্রিস বা বিন্দি

চীনা ওষুধে ব্যবহৃত হয় ট্রিবুলাস টেরেসট্রিস, যেটা বিন্দি নামেও পরিচিত। নারী ও পুরুষ উভয়ের প্রজননক্ষমতা বৃদ্ধিতে সহায়ক এ ভেষজ। যেসব নারী অনিয়মিত ডিম্বস্ফোটনের সমস্যায় ভুগছেন, বিশেষ করে যারা পলিসিস্টিক ওভারি সিনড্রোমে আক্রান্ত, তাদের ঋতুচক্র স্বাভাবিক করার এবং ডিম্বস্ফোটন নিয়মিত করার ক্ষেত্রে সহায়তা করতে পারে বিন্দি। এক সমীক্ষায় দেখা গেছে, উচ্চ মাত্রার অ্যান্টি-স্পার্ম অ্যান্টিবডি রয়েছে এমন দম্পতিদের দুজনেই যখন এ ভেষজ ব্যবহার করেছেন, তখন গর্ভধারণের হার বৃদ্ধি পেয়েছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn