দেহঘড়ি পর্ব-০১৪
দ্রুত হাসপাতালে নিন: আগুনে পোড়ার প্রথম ২৪ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। এ সময়ের মধ্যে দগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিতে হবে। এতে মৃত্যুঝুঁকি থাকলে অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞরা মনে করেন, ২৪ ঘণ্টার মধ্যে স্যালাইন দেওয়ার কারণে যে উপকার হয়, পরে সেটি হয় না। এ ২৪ ঘণ্টাকে দগ্ধ ব্যক্তির জন্য ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়।
ক্ষতিকর উপাদান দিবেন না: অনেকে দগ্ধস্থানে টুথপেস্ট, লবণ বা ডিমের সাদা অংশ দেন। এটা একদম ঠিক না। এসব দিলে সংক্রমণের সম্ভাবনা থাকে। হাসপাতালে নেওয়ার পর এগুলো পরিষ্কার করতে হয়। তখন এগুলো জমাট বেঁধে থাকায় চামড়া ওঠার আশঙ্কা থাকে। ক্ষত আরও গভীর হওয়ার আশঙ্কা থাকে। যদি মুখ বা চোখ পুড়ে যায়, তাহলে যতক্ষণ সম্ভব সোজা করে বসিয়ে রাখতে হবে। এতে ফোস্কা পড়া বা ফুলে যাওয়া কমে।
তরল খাওয়ান: আগুনে পোড়া ব্যক্তিকে যদি স্যালাইন দেওয়া সম্ভব না হয়, তাহলে মুখে স্যালাইন, ডাবের পানি বা তরল জাতীয় খাবার বেশি বেশি খাওয়ান। এ ছাড়া ক্যালরি ও প্রোটিন জাতীয় খাবার, যেমন ডিম বা মুরগি খাওয়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।