বাংলা

দেহঘড়ি পর্ব-০১৪

CMGPublished: 2023-04-16 13:23:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বমানের সেবা প্রদানের কারণে আন্তর্জাতিক জেসিআই মেডিকেল স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেয়েছে এ হাসপাতাল। ইন্টারনাল মেডিসিন, সার্জারি, প্রসূতি ও স্ত্রীরোগ, শিশুরোগ, দন্তরোগ ও টিসিএমের মতো বিস্তৃত ক্ষেত্রে সেবা প্রদানের জন্য এখানে রয়েছেন চীনসহ বিশ্বের নানা দেশের চিকিৎসক। এ হাসপাতালে যেসব রোগীকে সেবা দেওয়া হয়, তাদের তথ্য-উপাত্ত সংরক্ষিত থাকে চীনা ও ইংরেজি ভাষায়।

#বিশেষ আলোচনা

আগুনে পুড়লে কী করবেন?

আপনি যেখানে অবস্থান করছেন, সেখানে যদি কোনও কারণে হঠাৎ আগুন লেগে যায়, সে আগুন লাগতে পারে আপনার শরীরেও। এমন হলে করণীয় কী? শরীরে আগুন লাগার সঙ্গে সঙ্গেই দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া জরুরি। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের কিছু পরামর্শ আছে। আজ জানিয়ে দেবো তেমন কিছু পরামর্শ।

শরীরে পানি ঢালুন: আগুনে পোড়ার প্রথম আধঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। এসময় রোগীর শরীরে যত বেশি সম্ভব পানি ঢালুন। পানি ঢেলে পোড়ার পরিমাণ কমানো সম্ভব। যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের ভাষ্য হলো দগ্ধ হলে ঠান্ডা পানি দিয়ে দগ্ধস্থান অন্তত ২০ মিনিট ধরে ধুতে হবে। তবে বরফ, বরফ শীতল পানি, কোনো ধরনের ক্রিম, তৈলাক্ত পদার্থ ও মাখন দগ্ধস্থানে দেওয়া যাবে না।

শরীর গরম রাখুন: পানি ঢালার পর রোগীর শরীর গরম রাখার চেষ্টা করতে হবে। কারণ পানি ঢালার ফলে হাইপোথারমিয়া হতে পারে। তাই পানি ঢাকাল পর শরীর কাঁথা বা কম্বল দিয়ে জড়িয়ে নিন। তবে দগ্ধস্থানে যাতে কোনও ধরনের কাপড় লেগে না থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।

পোশাক ও গহনা খুলুন: কারও শরীরে আগুন লাগলে যত দ্রুত সম্ভব পরনের পোশাক ও গহনা খুলে ফেলুন। শিশুদের ক্ষেত্রে ন্যাপি বা ডায়াপার থাকলেও খুলে ফেলুন। তবে পোড়া চামড়া বা পেশীর সাথে কোনো ধাতব পদার্থ বা কাপড়ের অংশ আটকে গেলে সরানোর চেষ্টা করবেন না। এতে ক্ষত বাড়ার সম্ভাবনা থাকে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn