দেহঘড়ি পর্ব-০১২
হাসপাতালটি তার কিডনি প্রতিস্থাপন কর্মসূচিতে অসংখ্য ডক্টরেট ও মাস্টার্স শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়েছে। এই শিক্ষার্থীরা কিডনি প্রতিস্থাপনের কোনও জ্ঞান ছাড়াই শুরু করেছিলেন, কিন্তু তাদের ইন্টার্নশিপ শেষ করার পর তুলনামূলকভাবে দক্ষ কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ হয়ে উঠেছেন।
#ভেষজের গুণ
জিনসেং
সার্বিক সুস্থতার জন্য অনুশীলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিদ্যা হলো চীনা ভেষজবিদ্যা। এই বিদ্যা এবং সারা বিশ্বের অন্যান্য চিকিৎসা ঐতিহ্য মানবদেহকে নিরাময় ও শক্তিশালী করতে উদ্ভিদের শক্তিকে কাজে লাগিয়েছে এবং অবিরতভাবে লাগিয়ে যাচ্ছে। আজ আমরা আলোচনা করবো ভেষজবিদ্যার অন্যতম একটি ভেষজ জিনসেং নিয়ে।…
চীনা ভাষায় জিনসেং শেকড়কে বলা হয় রেন শেন। জিনসেং একটি পাতাযুক্ত উদ্ভিদ, যা প্রধানত এশিয়ায় জন্মে। ঐতিহ্যবাহী চীনা ওষুধে এর শেকড়কে একটি শক্তিশালী প্রাকৃতিক রোগ প্রতিরোধক হিসাবে বিবেচনা করা হয়। এছাড়া এই ভেষজটি শক্তি প্রদায়ী, প্রদাহ উপশমকারী এবং অ্যান্টিঅক্সিডেন্ট বা শরীরের বিষাক্ত পদার্থ বিনাশকারী।
পশ্চিমা চিকিৎসা ব্যবস্থাও জিনসেংয়ের স্বাস্থ্যগত উপকারিতার ব্যাপারে একমত। গবেষণায় দেখা গেছে, জিনসেং ত্বকে কোলাজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং বলিরেখা ও বিবর্ণতা বা গাঢ় দাগের মতো বার্ধক্যের দৃশ্যমান প্রভাবগুলি হ্রাস করে। সেকারণে জিনসেংকে ‘সৌন্দর্য খাদ্য’ হিসাবে অভিহিত করা হয়।
বিশ্ব বিখ্যাত ডাব্লুটিএইচএন-এর ডেইলি গ্লো ফর্মুলায় জিনসেং শেকড় এবং তার সঙ্গে মুক্তার গুঁড়ো ও রোজ হিপস ফলের মতো উপাদান ব্যবহার করা হয় ত্বকের যত্নে।
এসব বৈশিষ্টের পাশাপাশি জিনসেং শরীরে অ্যালকোহল প্রক্রিয়া করার ক্ষমতা বাড়ায়।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।