বাংলা

দেহঘড়ি পর্ব-০১২

CMGPublished: 2023-04-02 19:31:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#চিকিৎসার_খোঁজ

সাউদার্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নানফাং হাসপাতাল

সাউদার্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নানফাং হাসপাতাল এ বিশ্ববিদ্যালয়ের প্রথম অনুমোদিত হাসপাতাল। বিদেশীদের চিকিৎসাসেবা দেওয়ার প্রাথমিক লক্ষ্য নিয়ে ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এটি প্রতিষ্ঠিত হয় একটি সামরিক হাসপাতাল হিসাবে। স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার দিক থেকে এটি চীনের শীর্ষ হাসপাতালগুলোর একটি। দেশটির সেরা হাসপাতালগুলোকে নিয়ে করা সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এ চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের অবস্থান ১৬তম।

নানফাং হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আগত ১ লাখ ১০ হাজারেরও বেশি রোগী। ২ হাজার ২২৫-শয্যার এ হাসপাতালে কাজ করেন ৬শ জনেরও বেশি জ্যেষ্ঠ পেশাদার ও প্রযুক্তি কর্মী, ১০২ জন ডক্টরাল উপদেষ্টা এবং ১৪৮ জন মাস্টার্স উপদেষ্টা।

এ হাসপতালের অঙ্গ প্রতিস্থাপন বিভাগে ৩০জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জন রয়েছেন, যাদের মধ্যে ২ জন অধ্যাপক, ৬ জন সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রধান সার্জন এবং ৪ জন সার্জন৷ এ চিকিৎসক ও সার্জনদের বেশিরভাগই পিএইচডি ডিগ্রিধারী, যাদের মধ্যে তিনজন যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্র এবং সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ের অঙ্গ প্রতিস্থাপন কেন্দ্রে পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন।

২০০৪ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, ২০০১ সালের শেষ নাগাদ হাসপাতালটি ২ হাজার ১২৩ জন রোগীর কিডনি প্রতিস্থাপন করেছে। কিডনি প্রতিস্থাপনের সংখ্যার দিক থেকে এ হাসপাতালটি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

নানফাং হাসপাতালের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগ দক্ষিণ চীনের তিনটি লিভার প্রতিস্থাপন সেন্টারের মধ্যে একটি। এটি রাষ্ট্র-অনুমোদিত একটি ডক্টরেট ডিগ্রী প্রদানকারী প্রতিষ্ঠান। সাম্প্রতিক বছরগুলোতে এটি ন্যাশনাল ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন, কুয়াংতুং প্রদেশের ন্যাচারাল সায়েন্স ফাউন্ডেশন এবং কুয়াংতুং প্রদেশের প্রযুক্তি-সম্পর্কিত ১০টিরও বেশি প্রোগ্রাম পরিচালনা করেছে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn