বাংলা

দেহঘড়ি পর্ব-০১০

CMGPublished: 2023-03-19 20:54:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

গত এক শতাব্দি ধরে ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি দন্তবিদ্যায় চীনের উচ্চ শিক্ষার মক্কা হিসাবে খ্যাতি উপভোগ করছে। এটি শুধু দেশের শীর্ষ শিক্ষাবিদ ও দন্তবিজ্ঞানের নেতৃস্থানীয় পণ্ডিতদেরই লালন করে না, বরং যারা দেশের স্টোমাটোলজি কলেজগুলোর নেতৃত্ব দেয় তাদের মেরুদণ্ড হিসাবে ভূমিকা পালন করে। ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি শিক্ষা, চিকিৎসা ও গবেষণার একীকরণ এক মডেল গড়ে তুলেছে। এই কলেজে রয়েছেন ৪১৭ জন ফ্যাকাল্টি ও স্টাফ, যাদের মধ্যে ১২৮ জন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, ৩৮ জন পিএইচডি পর্যায়ের শিক্ষক এবং ৫৭ জন মাস্টার্স পর্যায়ের শিক্ষক। এ প্রতিষ্ঠানে ২৪টি গবেষণা উপ-ইউনিটসহ ৫টি বিভাগ রয়েছে, যেগুলো হলো স্টোমাটোলজি, ওরাল মেডিসিন, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, প্রস্টোডন্টিক্স ও অর্থোডন্টিক্স। এখানে ক্লিনিক্যাল সায়েন্স অব স্টোমাটোলজি এবং বেসিক সায়েন্স অব স্টোমাটোলজিতে ডক্টরাল পর্যায়ের শিক্ষাদান করা হয়। এখান থেকে দেওয়া হয়, ৫ বছরের ব্যাচেলর ডিগ্রি, ৭ বছরের মাস্টার্স ডিগ্রি এবং ৪ বছরের ডক্টরাল ডিগ্রি।

ওয়েস্ট চায়না হসপিটাল অব স্টোমাটোলজি দীর্ঘদিন ধরে চীনের শীর্ষ হাসপাতালগুলোর একটি হিসাবে গণ্য হয়েছে। একটি ৫৪ হাজার ৫৪০ বর্গ-মিটারের ক্লিনিকাল ভবন, সাড়ে ৩শ ডেন্টাল ইউনিট এবং ২৬০টি ইন-পেশেন্ট শয্যা নিয়ে গঠিত এ প্রতিষ্ঠানটি চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের দন্তরোগ ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির কেন্দ্র হিসাবে কাজ করে। এখানে রয়েছে অত্যাধুনিক ডায়াগনস্টিক ও থেরাপিউটিক চিকিত্সার সম্পূর্ণ সুবিধা। এ হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিবছর প্রায় ৪ লাখ রোগী চিকিৎসা নেয় এবং ৪ হাজার রোগী ভর্তি হয়, যাদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগী শল্যচিকিৎসা গ্রহণ করে।

‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

首页上一页1234 4

Share this story on

Messenger Pinterest LinkedIn