দেহঘড়ি পর্ব-০১০
গত এক শতাব্দি ধরে ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি দন্তবিদ্যায় চীনের উচ্চ শিক্ষার মক্কা হিসাবে খ্যাতি উপভোগ করছে। এটি শুধু দেশের শীর্ষ শিক্ষাবিদ ও দন্তবিজ্ঞানের নেতৃস্থানীয় পণ্ডিতদেরই লালন করে না, বরং যারা দেশের স্টোমাটোলজি কলেজগুলোর নেতৃত্ব দেয় তাদের মেরুদণ্ড হিসাবে ভূমিকা পালন করে। ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি শিক্ষা, চিকিৎসা ও গবেষণার একীকরণ এক মডেল গড়ে তুলেছে। এই কলেজে রয়েছেন ৪১৭ জন ফ্যাকাল্টি ও স্টাফ, যাদের মধ্যে ১২৮ জন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, ৩৮ জন পিএইচডি পর্যায়ের শিক্ষক এবং ৫৭ জন মাস্টার্স পর্যায়ের শিক্ষক। এ প্রতিষ্ঠানে ২৪টি গবেষণা উপ-ইউনিটসহ ৫টি বিভাগ রয়েছে, যেগুলো হলো স্টোমাটোলজি, ওরাল মেডিসিন, ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, প্রস্টোডন্টিক্স ও অর্থোডন্টিক্স। এখানে ক্লিনিক্যাল সায়েন্স অব স্টোমাটোলজি এবং বেসিক সায়েন্স অব স্টোমাটোলজিতে ডক্টরাল পর্যায়ের শিক্ষাদান করা হয়। এখান থেকে দেওয়া হয়, ৫ বছরের ব্যাচেলর ডিগ্রি, ৭ বছরের মাস্টার্স ডিগ্রি এবং ৪ বছরের ডক্টরাল ডিগ্রি।
ওয়েস্ট চায়না হসপিটাল অব স্টোমাটোলজি দীর্ঘদিন ধরে চীনের শীর্ষ হাসপাতালগুলোর একটি হিসাবে গণ্য হয়েছে। একটি ৫৪ হাজার ৫৪০ বর্গ-মিটারের ক্লিনিকাল ভবন, সাড়ে ৩শ ডেন্টাল ইউনিট এবং ২৬০টি ইন-পেশেন্ট শয্যা নিয়ে গঠিত এ প্রতিষ্ঠানটি চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের দন্তরোগ ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারির কেন্দ্র হিসাবে কাজ করে। এখানে রয়েছে অত্যাধুনিক ডায়াগনস্টিক ও থেরাপিউটিক চিকিত্সার সম্পূর্ণ সুবিধা। এ হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিবছর প্রায় ৪ লাখ রোগী চিকিৎসা নেয় এবং ৪ হাজার রোগী ভর্তি হয়, যাদের মধ্যে প্রায় সাড়ে ৩ হাজার রোগী শল্যচিকিৎসা গ্রহণ করে।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।