দেহঘড়ি পর্ব-০১০
চিকিৎসা
বিভিন্ন ক্লিনিকাল ট্রায়ালে দেখা গেছে, যারা দীর্ঘস্থায়ী হেপাটাইটিস-বি রোগী তাদের লিভারের কার্যকারিতা উন্নত করতে পারে বিভিন্ন ঐতিহ্যবাহী চীনা ভেষজ ফর্মুলেশন। এছাড়া যেসব ভেষজ প্লীহার কার্যকারিতা বাড়ায়, সেগুলো শরীর থেকে ভাইরাস দূর করতে এবং যকৃতকে সুস্থ করতে সহায়তা করে। উপযুক্ত ডায়েট ও পুষ্টি লিভার ও অন্যান্য অঙ্গগুলোকে শক্তিশালী করা, সেগুলোর শক্তির মধ্যে ভারসাম্য আনা এবং অঙ্গগুলো থেকে বিষাক্ত পদার্থ দূর করার জন্য খুব গুরুত্বপূর্ণ। হেপাটাইটিস থেকে মুক্তি পেতে টিসিএম চিকিৎসকরা রোগীর লক্ষণ অনুযায়ী একটি ডায়েট ঠিক করে দেন। এর বাইরে তারা আরও কিছু উপদেশ দিয়ে থাকেন, যেমন পরিমিত পরিমাণ তরল পান করুন, অ্যালকোহল এড়িয়ে চলুন ইত্যাদি।
দীর্ঘস্থায়ী হেপাটাইটিস-বি এবং হেপাটাইটিস-সি সংক্রমণের চিকিত্সা তুলনামূলকভাবে কঠিন, তবে অসম্ভব নয়। হেপাটাইটিস-বি’র জন্য প্রচলিত অ্যান্টিভাইরাল থেরাপির পাশাপাশি ভেষজ ব্যবহার ও আকুপাংচার লিভারের ক্ষতিরোধ করতে এবং তার কার্যকারিতা বাড়াতে সাহায্য করতে পারে, যার ফলে রোগীরা দীর্ঘস্থায়ী ভাইরাল সংক্রমণ থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠতে পারে।
আকুপাংচার
দীর্ঘস্থায়ী হেপাটাইটিস-বি সংক্রমণের রোগীরা এমন উপসর্গ প্রদর্শন করে, যা আকুপাংচার চিকিৎসকদের একটি নির্দিষ্ট সিনড্রোম প্যাটার্ন চিনতে সাহায্য করে। এর ফলে তারা লিভার ও অন্যান্য অঙ্গগুলোর শক্তির ঘাটতি ও ভারসাম্যহীনতা দূর করার জন্য আকুপাংচার পয়েন্ট নির্বাচন করতে সক্ষম হন।
#চিকিৎসার_খোঁজ
ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি
ওয়েস্ট চায়না কলেজ অব স্টোমাটোলজি দক্ষিণপশ্চিম চীনে অবস্থিত সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েস্ট চায়না মেডিকেল সেন্টারের অধীন একটি চিকিৎসাসেবা ও চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠান। এটি ছিল দন্তরোগ বিষয়ে চীনের প্রথম প্রতিষ্ঠানগুলোর একটি। ‘রেনজি ডেন্টাল ক্লিনিক’ নামে ১৯০৭ সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর ৫ বছর তারপর ১৯১২ সালে চীনের প্রথম ডেন্টাল হাসপাতালে রূপান্তরিত হয়। চীনের আধুনিক দন্তবিদ্যার জন্মস্থান হিসাবে পরিচিত এ প্রতিষ্ঠানটি দন্তচিকিৎসা ও দন্তবিজ্ঞানের উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।