বাংলা

দেহঘড়ি পর্ব-০১০

CMGPublished: 2023-03-19 20:54:30
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে ট্যাডিশনাল চাইনিজ মেডিসিন বা টিসিএম নিয়ে আলোচনা ‘ঐতিহ্যবাহী চিকিৎসাধারা’, চীনের হাসপাতাল-পরিচিতি ‘চিকিৎসার খোঁজ’ এবং চীনা জীবনধারা নিয়ে পরামর্শ ‘হেলথ টিপস’।

#ঐতিহ্যবাহী_ চিকিৎসাধারা

হেপাটাইটিস চিকিৎসায় টিসিএম

হেপাটাইটিস হলো লিভার বা যকৃতের প্রদাহ। লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা পুষ্টি প্রক্রিয়াকরণ করে, রক্তকে পরিশোধন করে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে। লিভার যখন স্ফীত বা ক্ষতিগ্রস্ত হয়, তখন এর কার্যকারিতা হ্রাস পায়। ভারী অ্যালকোহল গ্রহণ, বিষাক্ত পদার্থ, কোনও কোনও ওষুধ ও কিছু রোগের কারণে হেপাটাইটিস হতে পারে।

হেপাটাইটিস সংক্রমণের পাঁচটি ধরন রয়েছে। এগুলো হলো হেপাটাইটিস-এ, হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি, হেপাটাইটিস-ডি এবং হেপাটাইটিস-ই। এসব ভাইরাল সংক্রমণ লিভারকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে প্রদাহ হয়। এটা লিভার সিরোসিস বা লিভার ফাইব্রোসিস নামে পরিচিত।

হেপাটাইটিস দূষিত খাবার ও পানি এবং অস্বাস্থ্যকর রান্নাঘরের মাধ্যমে ছড়াতে পারে। হেপাটাইটিস-এ ও ই ভাইরাস পানি বা খাদ্যের মাধ্যমে পরিবাহিত হয়। দূষিত পানিতে থাকা কাঁচা শেলফিশের মতো পদার্থ খাওয়ার কারণে কিংবা সঠিকভাবে হাত না ধোয়ার কারণে হেপাটাইটিস-এ বা হেপাটাইটিস-ই ভাইরাসে আক্রান্ত হতে পারে কোনও ব্যক্তি। হেপাটাইটিস-বি ও হেপাটাইটিস-বি ভাইরাস, রক্ত ও বীর্যের মতো শারীরিক তরল পদর্থের মাধ্যমে ছড়ায়। সেকারণে যৌনসংসর্গ কিংবা একাধিক ব্যক্তি একই ইঞ্জেকশনের সূঁই ব্যবহার করলে তার মাধ্যমে এ রোগ ছড়াতে পারে, অথবা একজন নারী জন্মের সময় শিশুর মধ্যে সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। যারা এইচআইভি/এইডসে আক্রান্ত তাদের মধ্যে হেপাটাইটিস একটি সাধারণ ঘটনা।

হেপাটাইটিসের সাধারণ উপসর্গ

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn