দেহঘড়ি পর্ব-০০৬
গবেষণা ও চিকিৎসার জন্য বিশ্বের বহু বিখ্যাত আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে সুন ইয়াত-সান ইউনিভার্সিটি ক্যান্সার সেন্টার। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টার, সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট, এবং যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়।
দুটি ক্যাম্পাস নিয়ে গঠিত সুন ইয়াত-সান ইউনিভার্সিটি ক্যান্সার সেন্টারে যেমন কর্মরত ভুবনবিখ্যাত বেশ কয়েকজন চিকিৎসক তেমনি এখানে চিকিৎসা নিতে আসেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের রোগীরা।
এখানকার বিভাগগুলোর মধ্যে রয়েছে বায়োথেরাপি, হাড় ও টিস্যু সার্জারি, ব্রেস্ট অনকোলজি, পেডিয়াট্রিক অনকোলজি, গাইনোকোলজিক্যাল অনকোলজি, হেমাটোলজিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, ক্যান্সার প্রতিরোধ গবেষণা, কোলোরেক্টাল সার্জারি, গ্যাস্ট্রিক সার্জারি, লিভার সার্জারি, মেডিসিন ল্যাবরেটরি, আণবিক রোগ নির্ণয়, নিউরোসার্জারি, পারমাণবিক ওষুধ, প্যানক্রিয়াটিকোবিলিয়ারি সার্জারি, প্যাথলজিথোরাসিক সার্জারি, মাথা ও ঘাড় সার্জারি, ঐতিহ্যবাহী চীনা মেডিসিন, আল্ট্রাসাউন্ড ও ইলেক্ট্রোকার্ডিওগ্রাম, ইউরোলজি ইত্যাদি।
হেলথ টিপস
এটা সর্বজনবিদিত যে, চীনা জীবনযাপন পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যদি চীনাদের মতো একটি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে মেনে চলতে পারেন তাদের জীবনযাপন পদ্ধতি-সম্পর্কিত পরামর্শ।
পেশীর ব্যথা উপশমে তাপ প্রয়োগ করুন, বরফ নয়
পেশীর ব্যথা উপশম ও নিরাময়ে বরফ প্রয়োগের চেয়ে তাপ প্রয়োগ বেশি উপকারী। এর কারণ তাপ প্রয়োগে পেশীতে রক্তসঞ্চালন বাড়ে। বরফ প্রয়োগ করলে ব্যথার স্থানটি সাময়িকভাবে অসাড় হয়ে যায়, যার জন্য ব্যথার অনুভূতি কমে, তবে পেশীর সংকোচন দূর করতে এটি সহায়ক নয়। বরং বরফ পেশীকে আরও সংকুচিত করে। তাই পেশীতে ব্যথা হলে, তা উপশম ও নিরাময়ে বরফের বদলে তাপ প্রয়োগ করুন।
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।