দেহঘড়ি পর্ব-০০৫
চীনের অ্যাসোসিয়েশন ফর ফরেনার্স এ হাসপাতালটিকে "বেইজিংয়ে বিদেশীদের জন্য সেরা হাসপাতাল" হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাপান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কোরিয়ার বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও চিকিৎসা প্রতিষ্ঠানের সাথে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হয় এখানে।
এ হাসপাতালে কর্মরত সাড়ে ৪শ জনের বেশী দক্ষ কর্মী, যাদের মধ্যে প্রায় ৪শ’ জনের রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি বা উচ্চতর স্তরের শিক্ষা। এখানকার চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে এমআরআই, স্পাইরাল সিটি, ডিএসএ, এমএলএ, কালার ডপলার, অপারেশন পাইলট সিস্টেম এবং স্বয়ংক্রিয় বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার।
প্রায় সব ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয় এ হাসপাতালে। এখানকার বিভাগগুলোর মধ্যে রয়েছে আকুপাংচার, কার্ডিওলজি, কার্ডিওভাসকুলার সার্জারি, কোলোরেক্টাল সার্জারি, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ডায়াবেটিস, এন্ডোক্রানোলজি, চর্মরোগবিদ্যা, দন্ত চিকিৎসা ও অর্থোডন্টিক্স, পরিপাক, ক্যান্সার, শিশুরোগ, মনোরোগ, বক্ষব্যাধি, থোরাসিক সার্জারি, ইউরোলজি, নাক-কান-গলা, গ্যাস্ট্রোএন্টারোলজি, সাধারণ শল্য চিকিৎসা, স্ত্রীরোগবিদ্যা, রোগতত্ত্ববিদ্যা, সংক্রামক রোগ, ফুসফুস ও প্লীহা, ম্যাসেজ, নিউরোলজি, নেফ্রোলজি, নিউরোসার্জারি, অর্থোপেডিকস, স্ত্রীরোগবিদ্যা, চক্ষুরোগবিদ্যা ও আল্ট্রাসাউন্ড।
হেলথ টিপস
এটা সর্বজনবিদিত যে, চীনা জীবনযাপন পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। আপনি যদি চীনাদের মতো একটি সুস্থ জীবন যাপন করতে চান তাহলে মেনে চলতে পারেন তাদের জীবনযাপন পদ্ধতি-সম্পর্কিত পরামর্শ।
নিয়মিত চা খান
চীনা জীবনযাত্রা পদ্ধতিতে বিভিন্ন ভেষজ চায়ের মতো করে খাওয়া হয়; মনে করা হয়, এসব ভেষজ শারীরিক সুস্থতা রক্ষা এবং রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।