বাংলা

দেহঘড়ি পর্ব-৯৫

CMGPublished: 2022-11-11 15:43:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ভুল ধারণা: সি-সেকশনের পরে বুকের দুধ খাওয়ানো যায় না

প্রকৃত তথ্য: আপনি কী প্রক্রিয়ায় আপনার সন্তানের জন্ম দেবেন, তার সঙ্গে আপনার বুকের দুধ খাওয়ানোর ক্ষমতার কোনও সম্পর্ক নেই। যে প্রক্রিয়াই সন্তানের জন্ম হোক না কেন, বুকের দুধ খাওয়ানো শুরু করা একটু অসুবিধাজনক মনে হতে পারে। তাই এটা শুরু করতে এবং শিশুকে খাওয়ানোর জন্য একটি আরামদায়ক অবস্থান বেছে নেওয়ার জন্য নার্স বা অভিজ্ঞ কারোর সাহায্য নেওয়া যেতে পারে।

ভুল ধারণা: সন্তানের সঙ্গে স্পর্শে অসুবিধা হয়

প্রকৃত তথ্য: এটা প্রমাণিত যে প্রসবের পরে মা ও শিশুর মধ্যে ত্বকের স্পর্শ শিশুর শ্বাসপ্রশ্বাস এবং তাপমাত্রা স্থিতিশীল করতে সাহায্য করে। যদিও এটি সত্য যে সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসবের পর এটি করতে আপনার অসুবিধা হতে পারে, তবে এটি অসম্ভব নয়। আপনাকে কেবল একটি নিখুঁত অবস্থান খুঁজে বের করতে হবে, যা নবজাতক ও আপনার উভয়ের জন্যই আরামদায়ক। আর যেটা আপনাকে করতে হবে তা হলো নবজাতককে অস্ত্রপচারের কাটা জায়গা থেকে একটু দূরে রাখা।

ভুল ধারণা: সি-সেকশনের পরে আর স্বাভাবিক প্রসব সম্ভব না

প্রকৃত তথ্য: এটা একেবারে ভুল ধারণা; সি-সেকশন পরবর্তীতে স্বাভাবিক সন্তান প্রসবের কোনও বাধা না। আমেরিকান কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টের মতে, ৬০ থেকে ৮০ শতাংশ মহিলা সি-সেকশনের পরবর্তী সময়ে স্বাভাবিক সন্তান প্রসবে সক্ষম।

ভুল ধারণা: সি-সেকশন চলার সময় কিছুই অনুভূত হয় না

প্রকৃত তথ্য: যদিও চিকিৎকরা আপনাকে অ্যানেস্থেশিয়া বা চেতনানাশক দেবেন, যার কারণে আপনি ব্যথা অনুভব করবেন না, তবে আপনি আপনার পেটে কিছুটা টান এবং চাপ অনুভব করতে পারেন। এই কারণে অনেক মহিলা এ অস্ত্রপচারের সময় বেশ আতঙ্কিত হয়ে পড়েন, তবে এটি বেশ স্বাভাবিক।

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn