বাংলা

দেহঘড়ি পর্ব-৯৫

CMGPublished: 2022-11-11 15:43:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জন্ডিস

প্রদাহ হওয়ার পরের ধাপে লিভার আরও ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে এবং শরীরে জন্ডিস দেখা দেয়। বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হলে এক পর্যায়ে শরীর হলুদ হয়ে যায় এবং হাত-পায়ে পানি আসে। এ পর্যায়ে অনেক সময় রক্ত বমি হয়। রক্তবমি মানে লিভার সিরোসিসের লক্ষণ। এরপর লিভার যদি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং রোগী সতর্ক না হন কিংবা চিকিৎসা না নেন, তখন লিভার ক্যানসার সৃষ্টি হতে পারে।

লিভার বড় হওয়া

ক্যানসার হয়ে গেলে লিভারে চাকা তৈরি হয়।েএর ফলে লিভার বড় হয়ে যায় এবং রোগীর আয়ু দ্রুত কমতে থাকে। কিছু রোগী চিকিৎসকের কাছে যান জটিলতা শুরু হলে, কিছু রোগী আসেন লিভার সিরোসিস হয়ে গেলে, আবার কিছু রোগী আসেন একেবারে লিভার ক্যানসার পর্যায়ে।

-অভি

#আপনার_ডাক্তার: ডা. ফারিয়া আফসানা

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি থাইরয়েডজনিত সমস্যা নিয়ে। আক্রান্তের সংখ্যার বিচারে থাইরয়েডজনিত রোগের অবস্থান বিশ্বে ১ নম্বরে। বিশেষজ্ঞদের ধারণা, বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতাংশ থাইরয়েডজনিত সমস্যায় ভোগে। তাদের মতে, এ সমস্যায় বাংলাদেশে আক্রান্ত প্রায় ৫ কোটি মানুষ, যাদের মধ্যে ৩ কোটি মানুষেই জানে না তারা এ সমস্যায় আক্রান্ত। এ রোগ প্রতিরোধে জনসচেতনতাই মুখ্য। থাইরয়েডজনিত নানা সমস্যা নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হরমোন বিশেষজ্ঞ ডা. ফারিয়া আফসানা।

#ভুলের_ভুবনে_বাস

সিজারিয়ান নিয়ে যত ভুল ধারণা

সিজারিয়ান সেকশন বা সি-সেকশন হলো এমন অস্ত্রোপচার পদ্ধতি যার মাধ্যমে সন্তান প্রসব করানো হয়। এই প্রক্রিয়ায় চিকিৎসকরা মায়ের পেট ও জরায়ু ছেদ করে গর্ভ থেকে সন্তানটিকে বের করে আনেন। স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে কোনও জটিলতা দেখা দিলে বা শিশু ও মায়ের জীবন সংশয় দেখা দিলে কেবল এ পদ্ধতি অবলম্বন করা হয়। প্রসবের এই প্রক্রিয়াটি আগে খুব কম ব্যবহার করা হতো। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সারা বিশ্বে অনেক নারী সি-সেকশনের মাধ্যমে সন্তান প্রসব করেন। তবে বাংলাদেশে এ পদ্ধতির অপব্যবহার করা হয় বলে অভিযোগ বহুদিনের। সি-সেকশন নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত রয়েছে মানুষের মধ্যে। চলুন আলোচনা করা যাক এমন কতগুলো ভুল ধারণা নিয়ে:

首页上一页123456全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn