বাংলা

দেহঘড়ি পর্ব-৯২

CMGPublished: 2022-10-21 19:47:47
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

তার মতে, কম দামের এই পণ্যগুলো ব্যবহার করলে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

আরেকটি স্থানীয় প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল আইটেমস লিমিটেডের পরিচালক মো. মোনায়েম বলেন, তারা বাংলাদেশের বাজারে চীনা পণ্য, বিশেষ করে এনআইসিইউ পণ্য বাজারজাত করছে। এই চীনা পণ্যগুলির মান খুব ভাল বলে উল্লেখ করেন তিনি।

মোনায়েম বলেন, "আমরা তুরস্কের পণ্যগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারি... এবং পণ্যটির ব্যাপারে গ্রাহকদের সাড়াও খুব ভাল। আমরা প্রাইভেট ক্লিনিক, কর্পোরেট হাসপাতাল ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভাল সাড়া পাচ্ছি।"

সানসুর বায়োটেক ইনকর্পোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক এরিক জানান, তাদের কোম্পানিটি গত কয়েক বছর ধরে চীনের শীর্ষ তিনটি মোলেকিউলার ডায়াগনস্টিক কিট প্রস্তুতকারকদের একটি।

তিনি বলেন, "কোভিড-১৯-এর প্রাদুর্ভাবের সময় আমরা বাংলাদেশের বাজারে ৩০ লাখেরও বেশি টেস্টিং কিট বিক্রি করেছি।"

এরিক বলেন, "আমরা মানের বিষয়ে যত্নশীল। আমরা বিক্রয়োত্তর সেবার বিষয়ে যত্নশীল এবং আমাদের বিক্রয়কর্মী এবং সেবাকর্মীরা গত তিন বছর ধরে বাংলাদেশে সেবা দিয়ে যাচ্ছেন।"

তিনি জানান, তাদের কোম্পানির তিন শতাধিক ‘সিই’ সার্টিফাইড পণ্য রয়েছে এবং মেশিনটি ইউএস এফডিএ অনুমোদিত। কম্পানিটি বিশ্বের ১৬০ টিরও বেশি দেশ ও অঞ্চলে তাদের মেশিন বিক্রি করে।"

সেনজেন ইম্পেরর ইলেক্ট্রনিক টেকনোলোজি কম্পানি লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এডওয়ার্ড কুও জানান, তাদের কোম্পানি খুবই পেশাদার আল্ট্রাসাউন্ড মেশিন প্রস্তুতকারক। বিগত ২৫ বছরের অগ্রগতির মধ্য দিয়ে কম্পানিটি মেডিকেল সরঞ্জাম প্রস্তুতকারক হিসাবে খুব ভালভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এক্সপোতে সংস্থাটি রঙিন ডপলার আল্ট্রাসাউন্ডসহ তাদের সর্বশেষ পণ্য নিয়ে এসেছে।

তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় চীনা পণ্য এখানকার বাজারের চাহিদা মেটানোর জন্য সবচেয়ে ভালো। তাদের কোম্পানিটি অনেক বছর ধরে এই অঞ্চলের বাজারে মনোনিবেশ করছে। তিনি বলেন, এখন কম্পানিটি বাংলাদেশে শক্তিশালী অংশীদার খুঁজছে। - রহমান

首页上一页12345...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn