দেহঘড়ি পর্ব-৮৩
ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমাতে কি কিছুই করণীয় নেই!
কেউ কেউ মনে করেন, ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি কমানো বাড়ানোর ক্ষেত্রে ব্যক্তির কোনও হাত নেই। এটা একেবারে ভুল। কেবল ধূমপান ত্যাগ করলেই ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে। অন্যান্য ফ্যাক্টরও এ ক্যান্সারের ঝুঁকি কমা বা বাড়ার জন্য দায়ী। কোনও কোনও পেশার কারণে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। গবেষণায় দেখা গেছে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পুরুষ রোগীদের মধ্যে ১৩ থেকে ২৯ শতাংশ আক্রান্ত হয় পেশার কারণে। অন্যদিকে স্বাস্থ্যকর খাবারও নিয়মিত ব্যায়াম এ রোগের ঝুঁকি কমাতে পারে।
ফুসফুসের ক্যান্সার কি কেবল বয়স্কদের রোগ!
বেশিরভাগ মানুষই মনে করে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় কেবল বয়স্ক মানুষ। বাস্তবতা হলো অল্পবয়স্ক এমনকি শিশুরাও এ রোগে আক্রান্ত হতে পারে। ব্রোঙ্কিলোয়ালভালার ক্যান্সার নামের এক ধরনের ফুসফুসের ক্যান্সারে বর্তমানে বেশি হারে আক্রান্ত হচ্ছে কেবল কম বয়স্ক অধূমপায়ী নারীরা। - অভি/রহমান
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।