দেহঘড়ি পর্ব-৮৩
জিঙ্কগো বিলোবা
জিঙ্কগো ত্বকের জন্য খুব উপকারী। কারণ এতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ফ্রি র্যাডিক্যালের ক্ষতি প্রতিরোধ করে এবং অকাল বার্ধক্য থেকে ত্বককে বাচাঁয়। এছাড়া জিঙ্কগো বিলোবাতে রয়েছে স্মৃতিশক্তি বৃদ্ধিকারী নানা বৈশিষ্ট্য।
লিকোরিস রুট
প্রদাহজনিত রোগের চিকিৎসা এবং ত্বকের যত্নে টিসিএম-এ লিকোরিস ব্যবহৃত হয়। ত্বকের প্রদাহ কমানো এবং দাগ দূর করার ক্ষমতার জন্যও এই ভেষজটি মূল্যবান। লিকোরিস প্লীহা ও পাকস্থলীর কার্যকারিতাও উন্নত করে।
চাইনিজ অ্যাঞ্জেলিকা রুট
নারীদের নানা সমস্যার চিকিৎসায় বহুকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে চাইনিজ অ্যাঞ্জেলিকা রুট, যেটা টিসিএম ব্যবস্থায় ‘নারী জিনসেং’ নামেও পরিচিত। এ ভেষজের প্রদাহ-বিরোধী ক্ষমতা রয়েছে এবং এটি একজিমার চিকিৎসায় কার্যকর প্রমাণিত হয়েছে। চাইনিজ অ্যাঞ্জেলিকা রুট মেলানিন উৎপাদনে হস্তক্ষেপ করে ত্বক উজ্জ্বল করে। - রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে। বিশ্বে প্রতি আটজনের মধ্যে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। তবে এটি শুধু নারীর রোগ নয়; পুরুষরাও এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। আন্তর্জাতিক সংস্থা আইএআরসি'র হিসেব বলছে, বাংলাদেশে প্রতি বছর ১৩ হাজারের বেশি নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন।েআর মারা যান ৬ হাজার ৭৮৩ জন। বাংলাদেশে নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে। স্তনের কিছু কোষ অস্বাভাবিকভাবে বেড়ে গেলে, ওই অনিয়মিত ও অতিরিক্ত কোষগুলো বিভাজনের মাধ্যমে টিউমার বা পিণ্ডে পরিণত হয়। সেটি রক্তনালীর লসিকা ও অন্যান্য মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে যাওয়ার প্রবণতাই ক্যান্সার। চিকিৎসকদের মতে, যেকোন নারী বা পুরুষ স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। স্তন ক্যান্সার যদি প্রাথমিক পর্যায়ে দ্রুত শনাক্ত করা যায় তাহলে পুরোপুরি এর নিরাময় সম্ভব। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন অঙ্কোপ্লাস্টিক অ্যান্ড রিকন্সট্রাকটিভ ব্রেস্ট সার্জন ডাক্তার এসকে ফরিদ আহমেদ। তিনি কর্মরত ইংল্যান্ডের বার্কিংহামশায়ার হেলথ অ্যান্ড কেয়ার এনএইচএস ট্রাস্টে। পাশাপাশি এখন বাংলাদেশেও রোগী দেখছেন তিনি; বসছেন ঢাকার ধানমন্ডিতে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে।