বাংলা

দেহঘড়ি পর্ব-৭৪

CMGPublished: 2022-06-17 19:43:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে প্রতিবছর ডাউন সিনড্রোমে আক্রান্ত প্রায় সাড়ে পাঁচ হাজার অর্থাৎ প্রতিদিন প্রায় ১৫টি শিশুর জন্ম হয়। - অভি/রহমান

#বুলেটিন

বুস্টার ডোজের আওতায় ২ কোটি ৭৬ লাখ মানুষ

করোনার সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে এখন পর্যন্ত ২ কোটি ৭৬ লাখেরও বেশি মানুষ বুস্টার ডোজের টিকা পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রম শুরুর থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৯ লাখ ৩২ হাজার মানুষ। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছে দুই কোটি ৭৬ লাখ ৫৯ হাজার ৪০০ জন।

এতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ হাজার ৯১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৭ হাজার ৯৬২ জনকে। এছাড়াও এই সময়ে বুস্টার ডোজ পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ৮৫১ জন। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে দেশব্যাপী।

কলেরা টিকা দেওয়া হবে ২৬ জুন

কলেরা সংক্রমণ প্রতিরোধে আগামী ২৬ জুন থেকে বাংলাদেশে শুরু হবে টিকা কার্যক্রম। এজন্য প্রতিটি কেন্দ্রে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সম্প্রতি রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কলেরা টিকা এক ধরনের মুখে খাওয়ার টিকা। গর্ভবতী মহিলা ব্যতীত ১ বছর বয়স হতে সব বয়সের মানুষকে এই টিকা দেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ডায়রিয়া ও কলেরা রোধে ২৩ লাখ মানুষকে টিকার আওতায় আনা হবে।

রক্তদান কার্যক্রমে গতি আনতে সম্মাননা দিলো রেড ক্রিসেন্ট

首页上一页12345...全文 6 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn