দেহঘড়ি পর্ব-৭৪
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, রোগের প্রাক-লক্ষণ নিয়ে আলোচনা ‘উপসর্গে উপলব্ধি’, সাক্ষাৎকারভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না।’।
#প্রতিবেদন
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্ক্রিনিং চালু: ৩ মাসেই জানা যাবে মাতৃগর্ভের ভ্রূণের বিস্তারিত তথ্য
বাংলাদেশে প্রথমবারের মতো ভ্রুণের স্ক্রিনিং সেবা চালু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এতে করে তিন মাসেই পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ভ্রূণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ স্ক্রিনিংয়ের ফলে শিশুর ডাউন সিনড্রোম বা মানসিক ও শারীরিক বৈকল্য রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগ, রেডিওলজি ইমেজিং বিভাগ এবং ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সমন্বয়ে এ পরীক্ষা চালু করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ডাউন সিনড্রোম বিষয়টি নিয়ে সচেতনতা না থাকায় দিন দিন দেশে মানসিক প্রতিবন্ধী শিশুর সংখ্যা বাড়ছে। ডাউন সিনড্রোমে আক্রান্ত বেশিরভাগ শিশুর জন্মগত হার্টের সমস্যা থাকে। এতে অনেক শিশু জন্মের পর মারা যায়, যা নবজাতকের মৃত্যুর হার বাড়ায়। আর যারা বেঁচে থাকে তারা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকে।
তিনি বলেন, প্রসবজনিত জটিলতায় মাতৃমৃত্যু রোধের বিষয়টি যেভাবে প্রাধান্য পেয়েছে, অনাগত শিশুর ডাউন সিনড্রোমের মতো জন্মগত ত্রুটির বিষয়টি সেভাবে আলোচনায় আসেনি।
ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, আমেরিকার মতো উন্নত দেশে গর্ভবতী মায়ের সেবা দেওয়ার সময় মাকে ডাউন সিনড্রোম সম্পর্কে ধারণা দেওয়া চিকিৎসকের জন্য বাধ্যতামূলক। অথচ বাংলাদেশে তা ভীষণভাবে উপেক্ষিত।