দেহঘড়ি পর্ব-৬৭
সম্প্রতি রাজধানীর এক হোটেলে এ রোগ বিষয়ক এক অনুষ্ঠানে একথা বলেন মনোচিকিৎসকরা।
অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শুধু শারীরিক রোগ নিয়ন্ত্রণ করলেই চলবে না, মানসিক স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে। অসংক্রামক রোগের মধ্যে মানসিক রোগ বাড়ছে। বিশ্বব্যাপী যেমন মানসিক রোগ বাড়ছে তেমন বাড়ছে বাংলাদেশে।
দুই ডোজ টিকা পেল বাংলাদেশের দেড় কোটি শিক্ষার্থী
বাংলাদেশে এ পর্যন্ত ২ ডোজ টিকা পেয়েছেন প্রায় এক কোটি ৫৯ লাখ শিক্ষার্থী। ১২ থেকে ১৭ বছর বয়সী এসব শিক্ষার্থীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ১ কোটি ৭৩ লাখ শিক্ষার্থী।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১১ কোটি ৬২ লাখ ৮৮ হাজার মানুষ।
এছাড়া দেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৫ লাখ ৪০ হাজার ৬৯০ জন।
লাদেশে এক শতাংশে নেমে এসেছে রাতকানা রোগ
বাংলাদেশে এক সময় প্রতিবছর ৩০ হাজার শিশু রাতকানানা রোগে আক্রান্ত হতো। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে এখন এ রোগীর সংখ্যা প্রায় ১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সম্প্রতি বিএসএমএমইউতে এক সেমিনারে একথা জানান তিনি। অভি/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বটি আমরা সাজিয়েছি ঈদের খাবার-দাবার নিয়ে। মাসব্যাপী রোজার পর ঈদ এসেছে। রোজায় খাদ্যগ্রহণের ধারায় বেশ পরিবর্তন আসে। এ পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে কি ধরনের খাবার রোজার পরপর, বিশেষত ঈদে খাওয়া উচিৎ এবং এ পরিবর্তন বিবেচনায় না নিয়ে রোজার আগের মতো খাবার খেতে থাকলে কী ধরনের শারীরিক সমস্যা হতে পারে - এ সব নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পুষ্টিবিদ তাসনিম আশিক। তিনি কর্মরত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। সাক্ষাৎকার নিয়েছেন হাবিবুর রহমান অভি।