বাংলা

দেহঘড়ি পর্ব-৬৭

CMGPublished: 2022-04-29 19:00:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’ এবংস্বাস্থ্য বিষয়ক প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।

#প্রতিবেদন

বাংলাদেশে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা কম

বাংলাদেশে করোনা ভাইরাসের চতুর্থ ঢেউ আসার আশঙ্কা কম বলে মনে করছে মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি। সংস্থাটি জানায়, প্রতিবেশী দেশ ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি ইউরোপীয় দেশে করোনার চতুর্থ ঢেউ এলেও বাংলাদেশে এ ঢেউয়ের শঙ্কা খুবই কম।

সম্প্রতি ঢাকায় আমেরিকান সেন্টার বাংলাদেশের সঙ্গে ইউএসসিডিসির দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক এক সংবাদ সম্মেলনে সিডিসির কান্ট্রি ডিরেক্টর নিলিকায় দোস ডেনিয়েলস এসব কথা জানান।

তিনি বলেন, করোনার টিকাদান কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এছাড়া এদেশের মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। যে কারণে নতুন করে কোনও ঢেউ আসার সম্ভাবনা কম।

সিডিসির কান্ট্রি ডিরেক্টর উল্লেখ করেন, চতুর্থ ঢেউ বাংলাদেশে এলেও তা হবে ছোট পরিসরে। তবে করোনা আক্রান্ত একজন রোগীই ফের মহামারি তৈরি করতে পারেন। তাই সতর্ক থাকতে হবে।

বাংলাদেশে অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডেনিয়েলস বলেন, অ্যান্টিবায়োটিক ওষুধের ব্যবহার যেভাবে বাড়ছে, তা উদ্বেগজনক। কারও দু’দিনের অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কাজ হবে, কিন্তু তাকে দেওয়া হচ্ছে পাঁচ দিনের। ফলে দেশের মানুষের জীবাণু নিরোধক প্রতিরোধ ব্যবস্থা কমে যাচ্ছে বলে মনে করছে যুক্তরাষ্ট্রের সিডিসি। - অভি/রহমান

#বুলেটিন

প্রতি ১০০ জনে এক জন সিজোফ্রেনিয়া রোগী

বাংলাদেশে প্রতি ১০০ জন প্রাপ্তবয়স্কদের মধ্যে একজন দীর্ঘস্থায়ী মানসিক ব্যাধি –সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। দুটি সরকারি মানসিক হাসপাতালে ভর্তি রোগীদের ৪০ থেকে ৪৩ শতাংশ রোগীই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। উপজেলা পর্যায়েও যেন এমন রোগীদের চিকিৎসা দেওয়া যায়, সেভাবেই গাইডলাইন তৈরি হয়েছে বলে জানান মনোচিকিৎসকরা।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn