দেহঘড়ি পর্ব-৬৩
এইচআইভিতে আক্রান্ত হলে কি ডজন ডজন বড়ি খেতে হয়?
কয়েক বছর আগেও এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের অনেক বড়ি খাওয়ার প্রয়োজন হতো। এখন এইচআইভির চিকিৎসা নেওয়া বেশিরভাগ মানুষের দিনে এক থেকে চারটি বড়ি খেতে হয়। কারণ এখন এমন ট্যাবলেট পাওয়া যায়, যেগুলো আসলে কয়েক ধরনের ওষুধের সংমিশ্রণ।
ওরাল সেক্স কি খুব ঝুঁকিপূর্ণ?
এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে অন্যান্য ধরনের শারীরিক সম্পর্কের তুলনায় ওরাল সেক্সের ঝুঁকি খুব নগণ্য। সঙ্গীর এইচআইভি থাকলে এ ধরনের যৌনক্রিয়ার মাধ্যমে এইচআইভি ছড়ানো তাত্ত্বিকভাবে সম্ভব। কিন্তু বাস্তবে তা হয় না।- রহমান
‘দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।