বাংলা

দেহঘড়ি পর্ব-৫৬

CMGPublished: 2022-02-11 19:57:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

#বুলেটিন

বাংলাদেশের ৮ বিভাগে তৈরি হচ্ছে ক্যান্সার হাসপাতাল

গ্রামের মানুষের ক্যান্সারের চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশের ৮ বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজের অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ জাহিদ মালেক।

বৃহস্পতিবার জাতীয় ক্যান্সার গবেষণা ইনিস্টিটিউট ও হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মানুষের জীবনযাত্রা পরিবর্তন হওয়ার কারণে ক্যান্সার আক্রান্তের হার বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ২০ লাখের মতো ক্যান্সার আক্রান্ত মানুষ রয়েছে। প্রতিবছর দেড় লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত হলে চিকিৎসা করা সম্ভব হয়। তাই প্রথামিক পর্যায়ে যেন ক্যান্সার শনাক্ত হয় সেজন্য ক্যান্সার সেবার পরিধি বাড়নো হচ্ছে। ঢাকার হাসপাতালগুলোর উপর চাপ কমাতে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার।

প্রথম ডোজ টিকা পেয়েছে ৯ কোটি ৯৩ লাখ মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে টিকাদান কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৯ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ৬৫৬ জন মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছে। এর মধ্যে টিকা গ্রহণকারী স্কুল শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার ৯৮০ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম ও সিনোভ্যাক, ফাইজার ও মডার্নার টিকা। সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সোমবার সারাদেশে প্রথম ডোজ হিসাবে ২ লাখ ৫২ হাজার ৯১৮ জনকে এবং দ্বিতীয় ডোজ হিসাবে ৬ লাখ ২১ হাজার ৪৭৫ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৯২২ জনকে।

首页上一页12345全文 5 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn