দেহঘড়ি পর্ব-৫৩
দেশের বাজারে আসছে ফাইজারের অ্যান্টি-কোভিড ট্যাবলেট
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসায় মার্কিন কোম্পানি ফাইজারের তৈরি মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। দেশীয় বাজারে ওষুধটির নাম দেওয়া হয়েছে ‘জুপিটাভির’।
বুধবার (১৯ জানুয়ারি) ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের মিডিয়া কলসালটেন্ট জাহিদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। - তানজিদ/রহমান
## আপনার ডাক্তার
দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি নিউমোনিয়া, বিশেষ করে শিশুদের নিউমোনিয়া নিয়ে। এই রোগটি বাংলাদেশে শিশুদের অন্যতম বড় ঘাতক, যার কারণে পাঁচ বছরের কম বয়সী প্রায় ১৩ শতাংশ শিশুর মৃত্যু হয়। বিশেষজ্ঞদের উদ্বৃতি দিয়ে ইউনিসেফ বলছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী দশকজুড়ে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী ১ লাখের বেশি শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ইউনিসেফের বিশ্লেষণ বলছে, নিউমোনিয়ার বিরুদ্ধে লড়াইয়ে প্রচেষ্টা জোরদার করার মাধ্যমে এদেশে আগামী ২০৩০ সাল নাগাদ ১ লাখ ৪০ হাজার শিশুকে নিউমোনিয়া ও অন্যান্য বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের হাত থেকে বাঁচানো যেতে পারে। তাদের মতে, শিশুদের পুষ্টির উন্নতি, অ্যান্টিবায়োটিক প্রদান, টিকাদানের আওতা বাড়ানো এবং বুকের দুধ পানের হার বাড়ানোর মাধ্যমে অবস্থার ব্যাপক পরিবর্তন হতে পারে। নিউমোনিয়ার নানা দিক নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এআরএম লুৎফুল কবির। ডাক্তার কবির বর্তমানে কর্মরত আদ-দ্বীন ওমেন্স’ মেডিকেল কলেজ হাসপাতালে, শিশুরোগ বিভাগের অধ্যাপক হিসাবে। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের অধ্যাপকও ছিলেন এর আগে।