দেহঘড়ি পর্ব-৫৩
‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।
## প্রতিবেদন
করোনাভাইরাসের ডেল্টাক্রন ধরন নিয়ে বিতর্ক
সাইপ্রাসের বিজ্ঞানীরা সার্স-কোভ-২ এর নতুন একটি ভ্যারিয়েন্ট পাওয়ার কথা জানান জানুয়ারির শুরুর দিকে। এর নাম দেওয়া হয় ডেল্টাক্রন। বিজ্ঞানীরা বলছেন এটা ডেল্টা এবং ওমিক্রনের একটা হাইব্রিড।
সাইপ্রাসের যে বিজ্ঞানীরা নতুন এই ধরন পাওয়ার কথা জানিয়েছিলেন তাদের নেতৃত্বে ছিলেন লিওন্ডিওস কোস্ত্রিকিস নামে একজন চিকিৎসক।
তিনি বলেন, নতুন এই ধরনটির জিনোমের সঙ্গে মিল রয়েছে ডেল্টার আর বৈশিষ্ট্য ওমিক্রনের মতো। ওই বিজ্ঞানী জানান যে, এ পর্যন্ত ২৫ জন এই ডেল্টাক্রনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডেল্টাক্রনের সন্ধানের খবরটি ব্যাপক আকারে প্রচারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে বিস্তর আলোচনা হয়। কিন্তু বিশেষজ্ঞরা কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন।
যুক্তরাজ্যের ওয়েলকাম স্যাঙ্গার ইনস্টিটিউটের কোভিড-১৯ জিনোমিক ইনিশিয়েটিভের পরিচালক ড. জেফরি ব্যারেটের বিশ্বাস এই ভ্যারিয়েন্ট পাওয়ার খবরটির সঙ্গে ল্যাবের কোনো ত্রুটির যোগসূত্র রয়েছে।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের একজন ভাইরোলজিস্ট ড. টিম পিকক টুইটারে লিখেছেন, বেশ কটি বড় মিডিয়াতে ডেল্টাক্রনের যে খবর এসেছে, তা ত্রুটিপূর্ণ বলেই মনে হচ্ছে।
বেশ কয়েকজন বিশেষজ্ঞ বলছেন, ডেল্টাক্রন যদি আসলেও নতুন কোনো রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট হতো তাহলে এর ফাইলোজেনেটিক সোর্সে যে মিল থাকতো এখানে সেটা পাওয়া যাচ্ছে না। এ থেকেই ডেল্টাক্রনে একটা ত্রুটির ইঙ্গিত পাওয়া যায়।