দেহঘড়ি পর্ব-৫৩
এসব বক্তব্যের বিরোধিতা করছেন কোস্ত্রিকিস। তিনি বলেছেন, ডেল্টাক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে যেহেতু ইনফেকশন রেট হাসপাতালে ভর্তি না হওয়া রোগীদের চেয়ে বেশি পাওয়া যাচ্ছে, তাই এখানে ত্রুটির সম্ভাবনা আসলে কম।
একইসঙ্গে তিনি আরও বলেছেন, আর এই নমুনাগুলোর সিকোয়েন্সিং প্রসিডিউর যেহেতু একাধিক দেশে হয়েছে, তাই এখানে ল্যাবের ত্রুটির সম্ভাবনাও কমে যায়।
সাইপ্রাসের এই বিজ্ঞানীরা নতুন করে আরও ৫২ জনের ডেল্টাক্রনে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রীও। তিনি বলছেন, অভূতপূর্ব এই গবেষণার কারণে এই বিজ্ঞানীদের নিয়ে তিনি গর্বিত।
বিশেষজ্ঞদের কেউ কেউ ডেল্টাক্রন নতুন কোনো হাইব্রিড ভ্যারিয়েন্ট নয় বলে ঘোষণা দিলেও কোনও কোনও বিজ্ঞানী এখনই কোনও সিদ্ধান্তে আসতে চান না।
যুক্তরাষ্ট্রের ভ্যানডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইনফেকশাস ডিজিজের অধ্যাপক ড. উইলিয়াম শাফনার মেডিকেল নিউজ টুডেকে বলেছেন, সাইপ্রাসের বিষয়টা নিয়ে আরও বিশদ গবেষণা প্রয়োজন। গোটা বিশ্ব সেদিকে নজর রাখছে।
যেকোনও প্রমাণ, সেটা সাইপ্রাস থেকে আসুক বা অন্য কোথাও থেকে আসুক সেটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। তবে সব মিলিয়ে এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। ডেল্টাক্রনের ঘোষণা দেওয়া বিজ্ঞানী কোস্ত্রিকিস বলেছেন, তারা খুব শিগগিরই তাদের তথ্য-উপাত্ত পিয়ার রিভিউয়ের জন্য জমা দেবেন। একইসঙ্গে সারা বিশ্ব থেকে বিজ্ঞানীরা ডেল্টাক্রন নিয়ে যে মতামত দিয়েছেন সেটা তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। - অভি/রহমান
##হেল্থ বুলেটিন
করোনায় মৃতদের ৬৪.৬ শতাংশই টিকা নেননি
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৪.৬ শতাংশই করোনার টিকার একটি ডোজও গ্রহণ করেননি। সম্প্রতি স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।