বাংলা

দেহঘড়ি পর্ব-৪৭-China Radio International

criPublished: 2021-12-10 19:27:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

## আপনার ডাক্তার

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ওরাল ক্যান্সার নিয়ে। ওরাল বা মুখের ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার, যা মুখ বা ঠোঁটের টিস্যুগুলোতে হয়ে থাকে। এটি মাথা ও গলার ক্যান্সারের অন্তর্ভুক্ত, যা বেশিরভাগ সময়ে মুখ, জিহ্বা ও ঠোঁটের স্কোয়ামাশ টিস্যুতে হয়ে থাকে। প্রতি বছর আমেরিকাতে ৪৯ হাজারের বেশি মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন দন্তরোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মাহমুদা আক্তার। ডাক্তার মাহমুদা কর্মরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল ও ম্যাক্সিলিওফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে।

##ভুলের ভুবনে বাস

আঁচিল হলে সতর্ক হোন

আমাদের প্রায় সবার ত্বকেই কোথাও না কোথাও আঁচিল থাকে। কিন্তু যেহেতু অনেকেই জানেন যে, আঁচিল থেকে অনেক সময় ত্বকের ক্যান্সারের সূচনা হতে পারে, তাই এটা অনেকের চিন্তার কারণ। স্বভাবতই এটা নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণাও। আজ আমরা কথা বলবো এমন কতগুলো ভুল ধারণা নিয়ে।

আঁচিল কেটে ফেললে, আবার কি সেটি ফিরে আসে?

একটি আঁচিল যদি পুরোপুরি কেটে ফেলা হয়, তবে সেখানে ফের সেটা ফিরে আসে খুব কম ক্ষেত্রে। কারণ যদি আঁচিলের উপরের অংশটি ছেঁটে ফেলা হয়, তবে সেটি পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। তবে যদি কোনও আঁচিল সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণের পর সেটা আবার বাড়তে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিৎ। কারণ এটি ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

আঁচিল বাড়া মানেই কি ক্যান্সার হয়ে যাচ্ছে?

এটি সত্য যে, একটি আঁচিল ক্রমাগত বাড়তে থাকলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে, তবে এটি জানাও গুরুত্বপূর্ণ যে আঁচিল বাড়াই ক্যান্সারের একমাত্র লক্ষণ নয়। আঁচিল ক্যান্সারের পূর্বলক্ষণ কিনা সেটা যাচাইয়ের জন্য চিকিৎসকরা এটির বৈশিষ্ট বিশ্লেষণের পরামর্শ দেন। আমরা এখন আঁচিলের যে বৈশিষ্টগুলো আলোচনা করবো সেগুলো ক্যান্সারের পূর্বলক্ষণ হতে পারে।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn