দেহঘড়ি পর্ব-৪৭-China Radio International
অসমতা: এমন আঁচিল যেটি রঙ, আকার ও আকৃতিতে উপরে থেকে নীচে বা বাম থেকে ডানে সামঞ্জস্যপূর্ণ নয়।
সীমানা: সেই সব আঁচিল যা অনিয়মিত আকারের; বৃত্তাকার বা ডিম্বাকৃতি নয়।
রঙ: এমন আঁচিল যার রঙ আপনার অন্যান্য আঁচিলের চেয়ে আলাদা বা যার মধ্যে একাধিক রঙ রয়েছে।
ব্যাস: এমন আঁচিল যা একটি পেন্সিল ইরেজারের আকারের চেয়ে ব্যাসে বড়।
বিকাশ: সেই সব আঁচিল যা সময়ের সাথে সাথে রঙ, আকার বা আকৃতি বদলায়।
সময়ের সাথে সাথে তিলের আকার বাড়লে কি চিন্তার কারণ আছে?
শিশুরা যেমন বড় হতে থাকে, তাদের ত্বকের তিলও বাড়তে থাকে। তাই ক্রমবর্ধমান তিল একটি শিশুর জন্য ততটা উদ্বেগজনক নয়। তবে এটা উদ্বেগজনক একজন প্রাপ্তবয়স্কদের জন্য। যাইহোক, মেলানোমা যে কোনও বয়সে ঘটতে পারে, তাই সন্দেহজনক আঁচিল দেখা দিলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।
সব ধরনের ত্বকের ক্যান্সারে সূচনা কি আঁচিল থেকে হয়?
এটি একটি সাধারণ ভুল ধারণা হয়। ত্বকের ক্যান্সারের অনেক প্রকার রয়েছে। যে ধরনের আঁচিল থেকে ত্বকের ক্যান্সারের সূচনা হয়, তাকে মেলানোমা বলা হয়। যাইহোক, মাত্র এক-তৃতীয়াংশ ক্ষেত্রে মেলানোমা আগে থেকে উপস্থিত আঁচিলের মধ্যে উৎপন্ন হয়। ত্বকের ক্যান্সারের যে তিনটি প্রাথমিক ধরন আছে, তার মধ্যে সবচেয়ে কম হয় মেলানোমা। তাই আপনার ত্বকে কোনও পরিবর্তন দেখতে পেলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে।
আঁচিলে চুল থাকা মানেই কি সেটি নিরাপদ আঁচিল?
এটি একটি বিপজ্জনক ভুল ধারণা। কারণ রোগীরা এই ধারণার কারণে ত্বকের ক্যান্সার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দেন। যদিও মেলানোমার ক্ষেত্রে শেষ পর্যন্ত আঁচিলের লোম পড়ে যায়, তবে ক্যান্সার অ্যাডভান্সড পর্যায়ে না আসা পর্যন্ত সেটি ঘটে না। - রহমান
দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।