দেহঘড়ি পর্ব-৪৭-China Radio International
গত রোববার সকালে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় সংক্রমিত হয়ে দেশে না আসার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে মৃত্যুহার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
ডেঙ্গু-আক্রান্ত আরও ৬০ রোগী হাসপাতালে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬০ জন রোগী রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ২৭ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৫০৫ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০০ জনের।
টিকার নিবন্ধন ছাড়ালো ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা নিতে আগ্রহী এমন নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫-এ পৌঁছেছে। এদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। তবে নিবন্ধন করেও এখনও টিকার বাইরে রয়েছেন ৮৭ লাখ ৭২ হাজার ৭৮১ মানুষ। বুধবার স্বাস্থ্য অধিদফতরের টিকা-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
করোনা: বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়াল ৫৩ লাখ
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শুক্রবার বার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখের ঘর। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ইউক্রেন ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৬ কোটি ৮৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৩ লাখ ২ হাজার।