বাংলা

দেহঘড়ি পর্ব-৪৭-China Radio International

criPublished: 2021-12-10 19:27:00
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা নিয়ে আলোচনা ‘ভুলের ভুবনে বাস’।

## প্রতিবেদন

‘অতটা শক্তিশালী নয় ওমিক্রন, তবে ছড়ায় দ্রুত’

প্রাণঘাতি করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে অতটা ভয়ংকর নয় বলে জানিয়েছেন বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. বিজন কুমার শীল।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত ‘কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, ওমিক্রন’- শীর্ষক এক সেমিনারে সম্প্রতি এ কথা বলেন তিনি।

অধ্যাপক ড. বিজন কুমার শীল একজন সংক্রমণ বিশেষজ্ঞ এবং বর্তমানে গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান।

এই বিশেষজ্ঞ বলেন, “ওমিক্রন রূপ পরিবর্তন করেছে প্রায় ৫০ বার। এর মধ্যে ৩০টা মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিনে। আবার ১০টা মিউটেশন হয়েছে রিসেপ্টার ডোমেইন সাইডে। ভাইরাসের যে অংশটি প্রথম মানুষের দেহকোষের সঙ্গে সংযোগ ঘটায় তার নাম রিসেপ্টার বাইন্ডিং ডোমেইন।”

তিনি বলেন, “ওমিক্রন গাঠনিকভাবে খুব বেশি শক্তিশালী নয়, তাই আশঙ্কাও কম।” তবে এর সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বেশি গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সাধারণ টিকার পাশাপাশি পর্যাপ্ত বুস্টার ডোজ পাওয়া গেলে সরকারের এখন উচিৎ হবে ১৮ বছর থেকে শুরু করে এর বেশি বয়সীদের টিকা প্রয়োগ করা। তবে প্রথমদিকে অবশ্যই অগ্রাধিকার-ভিত্তিতে গুরত্ব দিতে হবে বয়স্ক ও জটিল রোগীদের।”

##হেল্‌থ বুলেটিন

আপাতত লকডাউনের পরিকল্পনা নেই বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে থাকলেও আপাতত লকডাউনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার সংক্রমণ প্রতিরোধে সীমান্ত বন্ধ না হলেও ল্যাব পরীক্ষার ওপর সরকার জোর দিয়েছে বলেও জানান তিনি।

গত রোববার সকালে সাভারে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্টের নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এসময় সংক্রমিত হয়ে দেশে না আসার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে মৃত্যুহার শূন্যের কোঠায় নামাতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

ডেঙ্গু-আক্রান্ত আরও ৬০ রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬০ জন রোগী রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সন্ধ্যায় সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই ঢাকার বাসিন্দা। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৪ জনে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছে ২৭ হাজার ৮৩৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৭ হাজার ৫০৫ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ১০০ জনের।

টিকার নিবন্ধন ছাড়ালো ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা নিতে আগ্রহী এমন নিবন্ধনকারীর সংখ্যা ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৬৭৫-এ পৌঁছেছে। এদের মধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৮৯৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ৯৬ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। তবে নিবন্ধন করেও এখনও টিকার বাইরে রয়েছেন ৮৭ লাখ ৭২ হাজার ৭৮১ মানুষ। বুধবার স্বাস্থ্য অধিদফতরের টিকা-বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

করোনা: বিশ্বজুড়ে প্রাণহানি ছাড়াল ৫৩ লাখ

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। শুক্রবার বার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬ লাখের ঘর। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, ইউক্রেন ও ব্রাজিল। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ২৬ কোটি ৮৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫৩ লাখ ২ হাজার।

## আপনার ডাক্তার

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি ওরাল ক্যান্সার নিয়ে। ওরাল বা মুখের ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার, যা মুখ বা ঠোঁটের টিস্যুগুলোতে হয়ে থাকে। এটি মাথা ও গলার ক্যান্সারের অন্তর্ভুক্ত, যা বেশিরভাগ সময়ে মুখ, জিহ্বা ও ঠোঁটের স্কোয়ামাশ টিস্যুতে হয়ে থাকে। প্রতি বছর আমেরিকাতে ৪৯ হাজারের বেশি মানুষ ওরাল ক্যান্সারে আক্রান্ত হয়। এ রোগ নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে যুক্ত হন দন্তরোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মাহমুদা আক্তার। ডাক্তার মাহমুদা কর্মরত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওরাল ও ম্যাক্সিলিওফেসিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে।

##ভুলের ভুবনে বাস

আঁচিল হলে সতর্ক হোন

আমাদের প্রায় সবার ত্বকেই কোথাও না কোথাও আঁচিল থাকে। কিন্তু যেহেতু অনেকেই জানেন যে, আঁচিল থেকে অনেক সময় ত্বকের ক্যান্সারের সূচনা হতে পারে, তাই এটা অনেকের চিন্তার কারণ। স্বভাবতই এটা নিয়ে মানুষের মধ্যে রয়েছে নানা ভুল ধারণাও। আজ আমরা কথা বলবো এমন কতগুলো ভুল ধারণা নিয়ে।

আঁচিল কেটে ফেললে, আবার কি সেটি ফিরে আসে?

একটি আঁচিল যদি পুরোপুরি কেটে ফেলা হয়, তবে সেখানে ফের সেটা ফিরে আসে খুব কম ক্ষেত্রে। কারণ যদি আঁচিলের উপরের অংশটি ছেঁটে ফেলা হয়, তবে সেটি পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। তবে যদি কোনও আঁচিল সম্পূর্ণ বা আংশিকভাবে অপসারণের পর সেটা আবার বাড়তে থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিৎ। কারণ এটি ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

আঁচিল বাড়া মানেই কি ক্যান্সার হয়ে যাচ্ছে?

এটি সত্য যে, একটি আঁচিল ক্রমাগত বাড়তে থাকলে সেটি ত্বকের ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে, তবে এটি জানাও গুরুত্বপূর্ণ যে আঁচিল বাড়াই ক্যান্সারের একমাত্র লক্ষণ নয়। আঁচিল ক্যান্সারের পূর্বলক্ষণ কিনা সেটা যাচাইয়ের জন্য চিকিৎসকরা এটির বৈশিষ্ট বিশ্লেষণের পরামর্শ দেন। আমরা এখন আঁচিলের যে বৈশিষ্টগুলো আলোচনা করবো সেগুলো ক্যান্সারের পূর্বলক্ষণ হতে পারে।

অসমতা: এমন আঁচিল যেটি রঙ, আকার ও আকৃতিতে উপরে থেকে নীচে বা বাম থেকে ডানে সামঞ্জস্যপূর্ণ নয়।

সীমানা: সেই সব আঁচিল যা অনিয়মিত আকারের; বৃত্তাকার বা ডিম্বাকৃতি নয়।

রঙ: এমন আঁচিল যার রঙ আপনার অন্যান্য আঁচিলের চেয়ে আলাদা বা যার মধ্যে একাধিক রঙ রয়েছে।

ব্যাস: এমন আঁচিল যা একটি পেন্সিল ইরেজারের আকারের চেয়ে ব্যাসে বড়।

বিকাশ: সেই সব আঁচিল যা সময়ের সাথে সাথে রঙ, আকার বা আকৃতি বদলায়।

সময়ের সাথে সাথে তিলের আকার বাড়লে কি চিন্তার কারণ আছে?

শিশুরা যেমন বড় হতে থাকে, তাদের ত্বকের তিলও বাড়তে থাকে। তাই ক্রমবর্ধমান তিল একটি শিশুর জন্য ততটা উদ্বেগজনক নয়। তবে এটা উদ্বেগজনক একজন প্রাপ্তবয়স্কদের জন্য। যাইহোক, মেলানোমা যে কোনও বয়সে ঘটতে পারে, তাই সন্দেহজনক আঁচিল দেখা দিলে দ্রুত একজন চর্মরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

সব ধরনের ত্বকের ক্যান্সারে সূচনা কি আঁচিল থেকে হয়?

এটি একটি সাধারণ ভুল ধারণা হয়। ত্বকের ক্যান্সারের অনেক প্রকার রয়েছে। যে ধরনের আঁচিল থেকে ত্বকের ক্যান্সারের সূচনা হয়, তাকে মেলানোমা বলা হয়। যাইহোক, মাত্র এক-তৃতীয়াংশ ক্ষেত্রে মেলানোমা আগে থেকে উপস্থিত আঁচিলের মধ্যে উৎপন্ন হয়। ত্বকের ক্যান্সারের যে তিনটি প্রাথমিক ধরন আছে, তার মধ্যে সবচেয়ে কম হয় মেলানোমা। তাই আপনার ত্বকে কোনও পরিবর্তন দেখতে পেলে দ্রুত চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে।

আঁচিলে চুল থাকা মানেই কি সেটি নিরাপদ আঁচিল?

এটি একটি বিপজ্জনক ভুল ধারণা। কারণ রোগীরা এই ধারণার কারণে ত্বকের ক্যান্সার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করে দেন। যদিও মেলানোমার ক্ষেত্রে শেষ পর্যন্ত আঁচিলের লোম পড়ে যায়, তবে ক্যান্সার অ্যাডভান্সড পর্যায়ে না আসা পর্যন্ত সেটি ঘটে না। - রহমান

দেহঘড়ি’ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত ও পরামর্শ জানতে চাই আমরা। আমাদের ফেইসবুক পেইজ facebook.com/CMGbangla অথবা ওয়েবসাইট bengali.cri.cn’র মাধ্যমে জানাতে পারেন আপনাদের মতামত বা পরামর্শ।

Share this story on

Messenger Pinterest LinkedIn