বাংলা

দেহঘড়ি পর্ব-৩৮-China Radio International

criPublished: 2021-10-08 19:45:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ফাইজারের আরও ২৫ লাখ টিকা পেল বাংলাদেশ

টিকা নিয়ে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে বাংলাদেশ। এ নিয়ে ফাইজার ও মডার্নার ১ কোটি ১৫ লাখ ডোজ করোনা টিকা পেল বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর ইপিআই সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম টিকার চালান গ্রহণ করেন।

বাংলাদেশকে আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন

বাংলাদেশকে সিনোফার্মের করোনাভাইরাসের আরও ১০ লাখ ডোজ টিকা উপহার দেবে চীন। বাংলাদেশ চাইলে যে কোনও সময় এ টিকা দেশে নিয়ে আসতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। রোববার রাতে গণমাধ্যমকে ড. মোমেন বলেন, ‘সম্প্রতি চীন জানিয়েছে, তারা আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশকে দিতে চায়। শিগগিরই টিকাগুলো দেশে আনার ব্যবস্থা করা হবে।’ গেল ১২ মে প্রথমবারের মতো সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। সবমিলিয়ে এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। এর বাইরে কোভ্যাক্স ও চীনের সঙ্গে বাণিজ্যিক চুক্তির আওতায় প্রতি মাসেই বেশ কয়েকটি চালানে টিকা আসছে বাংলাদেশে।

## আপনার ডাক্তার

দেহঘড়ির আজকের পর্বে আমরা কথা বলেছি বার্ধক্যজনিত রোগব্যাধি নিয়ে।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে ও মানে নানা রোগ বাসা বাঁধে। এসব রোগের কোনও কোনটি প্রতিরোধযোগ্য, আবার কোনও কোনটি নয়; কোনও কোনটি নিরাময়যোগ্য আবার কোনও কোনটি নিরাময়যোগ্য নয়। বার্ধক্যজনিত রোগব্যাধি মোকাবিলায় প্রয়োজন এ বিষয়ের বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় অবকাঠামো ও সামাজিক ব্যবস্থা। বার্ধক্যে যেসব রোগ হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো বাত, হৃদরোগ, ক্যান্সার, শ্বাসতন্ত্রের সমস্যা, ডায়াবেটিস, হাঁড় ক্ষয়ে যাওয়া, বিষণ্ণতা ও আলজাইমারস। গবেষকদের মতে, ৬০ বছর বয়সের বেশি বয়স্কদের ১৫ শতাংশই কোনও না কোনও মানসিক রোগে আক্রান্ত হয়ে থাকেন। বার্ধক্যজনিত অক্ষমতার কারণগুলোর মাঝে ৬.৬ শতাংশ মানসিক এবং স্নায়ুবিক কারণে হয়ে থাকে। বার্ধক্যজনিত রোগব্যাধির নানা দিক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হন জেরিয়াট্রিক অ্যান্ড জেনারেল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ইসমত কবির। ডাক্তার করিব যুক্তরাজ্যের ন্যাশনাল হেল্থ সার্ভিসে কর্মরত।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn