বাংলা

দেহঘড়ি পর্ব-৩৮-China Radio International

criPublished: 2021-10-08 19:45:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘দেহঘড়ি’র এ পর্বে থাকছে স্বাস্থ্যখাতের একটি প্রতিবেদন, স্বাস্থ্য বুলেটিন, সাক্ষাৎকার-ভিত্তিক আয়োজন ‘আপনার ডাক্তার’, এবং খাদ্যের গুণাগুণ নিয়ে আলোচনা ‘কী খাবো, কী খাবো না’।

## প্রতিবেদন

ডেল্টা ভাইরাসে ঝুঁকি বাড়ছে গর্ভবতীদের

করোনারভাইরাসের ভারতীয় ধরন ডেল্টা নিয়ে আরেকটি আশঙ্কার কথা জানিয়েছেন গবেষকরা। একইসঙ্গে এখনও যারা টিকা নেননি, তাদের জন্যও বিষয়টি উদ্বেগের বলে মত দিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের চালানো এক গবেষণা বলছে, টিকা নেননি এমন গর্ভবর্তীদের জন্য মারাত্মক ঝুঁকি বাড়াচ্ছে ডেল্টা। টেক্সাসের ডালাস শহরের করোনায় আক্রান্ত প্রায় দেড় হাজার গর্ভবতীর তথ্য নেওয়া হয়েছে এ গবেষণায়।

গর্ভবতীদের মধ্যে ডেল্টা ধরনে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা ২০২১ সালের শুরুর দিকে ৫ শতাংশে সীমাবদ্ধ ছিল। মার্চ মাসে তা একেবারে শূন্যে নেমে আসে।

গবেষকদের দাবি, গ্রীষ্মের শুরুতেই ফের মাথাচাড়া দিতে থাকে ডেল্টা ভ্যারিয়েন্ট। যার ফলে করোনা আক্রান্ত গর্ভবতীদের ঝুঁকির হার ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশে দাঁড়ায়।

আমেরিকান জার্নাল অব অবস্টেরিক্স অ্যান্ড গাইনেকোলজি নামক গবেষণাপত্রে এসব প্রকাশিত হয়েছে।

চিকিৎসকদের মতে, করোনার ঝুঁকি আটকাতে সব গর্ভবতী নারীর টিকা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যেই ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন গর্ভবতীদের জন্য টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। - হাবিবুর রহমান অভি

##হেল্‌থ বুলেটিন

বাংলাদেশে করোনায় মৃত্যু কমেছে, বেড়েছে সংক্রমণের হার

দেশে করোনায় মৃত্যু কমেছে, তবে বেড়েছে সংক্রমণের হার। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছে ২১ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭০৩ জন। দৈনিক সংক্রমণ হার কিছুটা বেড়ে ২.৮৮ শতাংশে দাঁড়িয়েছে। মৃত্যু হার স্থির রয়েছে ১.৭৭ শতাংশে। নতুন ৮১৭ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn