বাংলা

দেহঘড়ি পর্ব-৩৮-China Radio International

criPublished: 2021-10-08 19:45:38
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

এদিকে এই মরণঘাতি ভাইরাসে বিশ্বে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ কোটি ৭১-এ। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষের। আর করোনা থেকে সুস্থ হয়েছে ২১ কোটি ৪২ লাখ মানুষ। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য মতে, সর্বাধিক করোনা আক্রান্ত দেশের তালিকায় এক, দুই ও তিন নম্বরে রয়েছে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। সংক্রমণ কমতে থাকায় এই তালিকায় এক ধাপ পিছিয়ে বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

করোনা টিকার সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান বাংলাদেশের

করোনাভাইরাসের টিকার সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। করোনা মহামারি থেকে পুনরুদ্ধার ও এজেন্ডা-২০৩০ অর্জনে বাংলাদেশের পক্ষ থেকে টিকার এই সার্বজনীন প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান জানানো হয়। গত বুধবার জাতিসংঘ সদর দফতরে সংস্থার সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশগ্রহণকালে এ আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

বাংলাদেশে ডেঙ্গু রোগী ১৯ হাজার ছাড়াল, মৃত্যু ৭৩

বাংলাদেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৮ হাজার ১৫১ রোগী; আর প্রাণহানি হয়েছে ৭৩ জনের। বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় ১৯৭ জন রোগীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ৯০০ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

首页上一页1234全文 4 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn